চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি বসতঘর এবং ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রয়োজনীয় সকল আসবাবপত্র পুড়ে ছাইয়ে পরিনত হয়েছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা গ্রামের মধ্যমপাড়ার ভানু ভ‚ঁইয়া বাড়ীর প্রবাসী সোলেমান ও মনু মিয়ার বসতঘরে এ অগ্নিকান্ডে ঘটনা ঘটে। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছার আগেই বসতঘরগুলোতে থাকা নগদ ১ লক্ষাধিক টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার, ২টি ফ্রিজ, ৩টি ষ্টিলের আলমিরাসহ প্রয়োজনীয় সকল আসবাবপত্র পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডে সূত্রপাত হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্থদের পরিবার এবং স্থানীয়রা। ক্ষতিগ্রস্থ সোলেমানের স্ত্রী নুরুন নাহার জানান, অগ্নিকান্ডে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ তার প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে পরিবারগুলো বসতঘর হারিয়ে সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন বলে জানান তিনি। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর ওমর ফারুক জানান, অগ্নিকান্ডে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন