শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

টাওয়ার রেডিয়েশন ও ফোনের মান পরীক্ষায় বিটিআরসি

| প্রকাশের সময় : ৪ মে, ২০১৭, ১২:০০ এএম

ফারুক হোসাইন : মোবাইল ফোনের টাওয়ার ও হ্যান্ডসেট থেকে নিঃসৃত রেডিয়েশন এবং ফোনের কোয়ালিটি নির্ধারণ করবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)। অপারেটরের টাওয়ার থেকে নিঃসৃত ক্ষতিকর রেডিয়েশন পরিমাপে প্রায় আড়াই কোটি টাকার যন্ত্রপাতি কিনবে কমিশন। একইসাথে হ্যান্ডসেটের রেডিয়েশন পরিমাপ এবং আমদানিকৃত মোবাইল ফোনের গুণগত মান পরীক্ষায় তৈরি হচ্ছে একটি বিশেষ ল্যাব। ইতোমধ্যে যন্ত্রপাতি ক্রয় ও বাস্তবায়নের জন্য স্পেসিফিকেশন তৈরি, দরপত্র মূল্যায়ন কমিটি ও টেকনিক্যাল কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে। টেকনিক্যাল সাব-কমিটিতে আনবিক শক্তি কমিশন এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপযুক্ত প্রতিনিধি সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করাসহ বিশেষজ্ঞ মতামত গ্রহণের জন্য কমিশনের ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন বিভাগকে নির্দেশনাও দেয়া হয়েছে। কমিশনের সর্বশেষ সভা এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিটিআরসি সূত্রে জানা যায়, মোবাইল ফোন অপারেটরের বেইজ ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) এবং হাই ফ্রিকোয়েন্সির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি থেকে ক্ষতিকর ইলেক্ট্রো ম্যাগনেটিক ফিল্ড (ইএমএফ) তৈরি হতে পারে। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে ক্ষতিকর ইলেক্ট্রো ম্যাগনেটিক ফিল্ড ছড়ানোর ঝুঁকি রয়েছে। ইএমএফ সংক্রান্ত গাইডলাইন প্রণয়ন এবং নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কমিশনের প্রতি হাইকোর্টের নির্দেশনাও রয়েছে।  হাইকোর্টের নির্দেশনার প্রেক্ষিতে গাইডলাইন প্রণয়নের কাজ করছে বিটিআরসি’র ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন বিভাগ। এছাড়া মোবাইল ফোন অপারেটরদের টুজি, থ্রিজি লাইসেন্সের গাইডলাইনের বিভিন্ন অনুচ্ছেদে ক্ষতিকর ইএমএফ যেগুলো মানব শরীর এবং পরিবেশের জন্য ক্ষতিকর তা নিয়ন্ত্রণের জন্য কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে।
এরপরও কোথাও কোন ক্ষতিকর ইএমএফ রেডিয়েশন বা অন্য কোন হাই ফ্রিকোয়েন্সির যন্ত্র থেকে ক্ষতিকর ইএমএফ নিঃসরিত হচ্ছে কিনা তা পরিমাপ করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত গ্রহণ করে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। এই রেডিয়েশন পরিমাপক যন্ত্র দিয়ে একটি টাওয়ারের রেডিয়েশন পরিমাপ করতে সময় লাগবে দেড় থেকে দুই ঘণ্টা। এজন্য কমিশন দুটি ইউনিট রেডিয়েশন পরিমাপক যন্ত্রপাতি কিনছে। খোঁজ নিয়ে জানা যায়, দুটি রেডিয়েশন মিজারমেন্ট টুলস এর মুল্য প্রায় আড়াই কোটি টাকা। এছাড়া এই টুলস দুটিকে বহন করার জন্য এক কোটি মূল্যের দুটি গাড়ি কেনারও সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। এদিকে কমিশন সূত্রে আরও জানা যায়, কেবল মোবাইল ফোন টাওয়ার থেকে নিঃসৃত রেডিয়েশন পরিমাপই নয়, মোবাইল হ্যান্ডসেট থেকেও কি পরিমান রেডিয়েশন নিঃসৃত হচ্ছে তাও পরিমাপের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে বিটিআরসিতে একটি বিশেষ ল্যাব প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। ওই ল্যাবে মোবাইল হ্যান্ডসেটের রেডিয়েশন পরীক্ষা এবং বিদেশ থেকে আমদানি করা হ্যান্ডসেটগুলোর গুণগত মান পরীক্ষা করে সার্টিফাই (মান সত্যায়ন) করা হবে।
এ বিষয়ে বিটিআরসি’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, মোবাইল টাওয়ার থেকে ক্ষতিকর রেডিয়েশন পরিমাপের জন্য যন্ত্রপাতি কেনা হচ্ছে। পাশাপাশি একটি ল্যাবও প্রতিষ্ঠার কাজ চলছে। এই ল্যাবে মোবাইল হ্যান্ডসেটের রেডিয়েশন এবং কোয়ালিটি পরীক্ষা করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন