ব্ল-হোয়েল গেইম যেন আতঙ্ক সৃষ্টি করতে না পারে সে জন্য একসঙ্গে কাজ শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিপজ্জনক কোন গোইমের লিংক দেখলেই ‘২৮৭২’ নম্বরে ফোন করার অনুরোধ জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিটিআরসি একটি শর্ট কোড খুলেছে। তবে বিটিআরসির পক্ষ থেকে বলা হয়েছে, ব্ল-হোয়েলের এখনো কোন লিংকের সন্ধান তারা খুঁজে পাননি। অপরদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশে ব্ল-হোয়েল গেইম লিংক বন্ধ করার চেষ্টা করা হচ্ছে এবং এর উপর সতর্ক নজর রাখা হচ্ছে। আমরা সব সময় খেয়াল করছি কতগুলো লিংক থেকে এগুলো করা হচ্ছে। গোয়েন্দা সংস্থা এবং বিটিআরসির সঙ্গে কথা বলে সেগুলো বøক করার চেষ্টা করছি। পাশাপাশি আমাদের আইসিটি ডিভিশনের যে বিডিসিআইআরটি আছে তারাও সতর্ক নজর রাখছে। বিটিআরসির একজন কর্মকর্তা বলেন, গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্ল-হোয়েলের ব্যাপারে খোঁজ নিতে বলা হয়েছে। কিন্তু সমস্যা হল এই ধরনের কোন লিংকই খুঁজে পাওয়া যাচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনীও এমন কোন লিংকের সন্ধান দিতে পারেনি। বাংলাদেশে এই লিংকের কোন কার্যক্রম আছে কি-না তাও নিশ্চিত নন তারা। তবে এই ধরনের কোন লিংকের সন্ধান কেউ দিলে সঙ্গে সঙ্গে সেটা বন্ধ করে দেয়া হবে। সরকারের পক্ষ থেকে এই ধরনের নির্দেশনাই দেয়া হয়েছে। কোন অভিভাবক যদি মনে করেন, তার সন্তান এই ধরনের লিংক ব্যবহার করছেন তাহলে অবশ্যই যেন ‘২৮৭২’ নম্বরে ফোন করে বিটিআরসিকে বিষয়টি অবহিত করেন। এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হচ্ছে বলে ওই কর্মকর্তা জানান। উল্লেখ্য, ২০১৩ সালে রাশিয়ায় ‘এফ ৫৭’ নামে যাত্রা শুরু করে গেইমটি। নিজ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ফিলিপ বুদেইকিন নামের এক সাবেক মনোবিদ্যা শিক্ষার্থী এই গেইম তৈরি করেন। তার দাবি, এর উদ্দেশ্য হচ্ছে সমাজে যাদের কোনো মূল্য নেই বলে তিনি বিবেচনা করেন তাদেরকে আত্মহত্যার দিকে প্ররোচিত করার মাধ্যমে সমাজকে ‘পরিষ্কার’ করা। এই গেইম খেলে ১৬ কিশোরীর আত্মহত্যার পর বুদেইকিনকে রাশিয়ায় আটক করা হয়েছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন