বিনোদন ডেস্ক: তানভীর তারেক এর কন্ঠে নতুন গান ‘তোমার কিছুটা জানি’র নতুন ভার্সনের মিউজিক ভিডিও রিলিজ হবে এ সপ্তাহে। আমেরিকার নিউইয়র্ক, ফ্লোরিডা ও ওয়াশিংটন ডিসি’র একাধিক লোকেশনে চিত্রায়িত ভিডিওটি নির্মান করেছেন তানিফ মাহমুদ ও মোহাম্মদ ওয়াহিদ উজ্জ্বল। গানটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মডেল চৈতি। গানটি প্রসঙ্গে তানভীর তারেক বলেন, এই গানটি আমার আগের গানের ¯েøা ভার্সন। যারা সফট মেলোডি গানের শ্রোতা তাদের কাছে গানটি ভিন্ন আবেদন তৈরি করবে এ আমার আত্মবিশ্বাস। টানা ৪ দিন আমেরিকার একাধিক লোকেশনে গানটির শূটিং হয়। চলতি সপ্তাহেই গানটির রিলিজ দেবার পরিকল্পনা রয়েছে। গানটি ধরণ অনুযায়ী ¯েøা রক প্যাটার্নের। নিউইয়র্কের প্রবাসী নির্মাতা উজ্জ্বলের সাথে দুদিন শূটিং হয়েছে এবং ফ্লোরিডার তানিফ মাহমুদের নিদের্শনায় দুদিন শূটিং হয়েছে। দারুণ কিছু দৃশ্যবর্ণনা রয়েছে এই গানটির ভেতরে। আশা করছি, গান ও চিত্রায়ন দুটিই শ্রোতা-দর্শক পছন্দ করবেন। গানটি সেলিব্রিটি সাউন্ডল্যাবের ব্যানারে মুক্তি পাচ্ছে। একই সাথে দেশের একাধিক টিভি চ্যানেলে প্রচারের পর তানভীর তারেকের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটির ডিজিটাল রিলিজ করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন