শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ভোট দিতে এসে মোবাইল খোয়ালেন কবরী ও শাকিল খান

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: শিল্পী সমিতির নির্বাচনে বিকেল ৪টার দিকে ভোট দিতে আসেন বিশিষ্ট চলচ্চিত্রাভিনেত্রী ও নির্মাতা কবরী। ভোট প্রদান শেষে কবরী তার নিজস্ব মোবাইলটি হারিয়ে ফেলেন। ভোট দিতে এসে মোবাইল হারান চিত্রনায়ক শাকিল খানও। মোবাইল হারিয়ে ভীষণ বিব্রত অবস্থায় পড়েন কবরী। ভোট প্রদান করে বেরিয়ে যাওয়ার সময় কবরী বলেন, খুব খারাপ লাগছে। কারণ আমার নিজস্ব ফোনটি হারিয়ে গেছে। ফোনে অনেক জরুরি নম্বর ছিল। তিনি বলেন, এফডিসিতে প্রবেশের পর ভোট দেই। বেরিয়ে ধাক্কাধাক্কিতে আমার হাত থেকেই ফোনটি হারায়। অতিরিক্ত বহিরাগত মানুষদের জন্যই এমনটা হয়েছে। কবরী বলেন, ভবিষ্যতে এমন অবস্থায় যাতে না পড়তে হয় সেজন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এই নির্বাচনে কবরী সমর্থন জানিয়েছেন মিশা-জায়েদ খানকে প্যানেলকে। শাকিল খান বলেন, অনেকদিন পর আমি এফিডিসিতে আসলাম। কিন্তু হঠাৎ পকেট থেকে ফোন খোয়া যাওয়ায় বিপাকে পড়েছি। এটা অনাকাঙ্খিত ছিল। উল্লেখ্য, আরও বেশ কয়েকজন এফডিসিতে মোবাইল হারান। অনেকে বলছেন, বহিরাগতদের কেউ কেউ মোবাইল হাতিয়ে নিতে পারেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন