শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ধাওয়া খেলেন শাকিব

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : শিল্পী সমিতির ভোট গণনার মাঝে রাত ২টার দিকে হঠাৎ করে শাকিব ঢুকে পড়ায় এক অপ্রীতিকর ঘটনা ঘটে। এ নিয়ে মিশা-জায়েদ প্যানেলের লোকজন আপত্তি জানান। তারা বারবার শাকিবকে অকারণে ভোটকেন্দ্রে প্রবেশ করতে বারণ করেন। কিন্তু শাকিব কারো বারণ না শুনেই ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এ নিয়ে কেন্দ্রের বাইরে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে শাকিবকে মিশা-জায়েদ প্যানেলের নেতা কর্মীরা বের করতে উদ্যত হন। শাকিবকে বের হয়ে আসতে বলে বাইরে থেকে চেয়ার ছুঁড়ে মারতে থাকেন অনেকেই। হট্টগোলের একপর্যায়ে শাকিব খানকে ভোটকেন্দ্র থেকে বের করে আনেন মিশা সওদাগর। এসময় তাকে ধাওয়া করেন মিশা-জায়েদ প্যানেলের বেশ কয়েকজন নেতা কর্মী। তারপর মিশা পুলিশের সহায়তায় শাকিবকে তার গাড়িতে তুলে দেন। নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর বলেন, ভোট গণনা কক্ষে প্রার্থীর প্রতিনিধি ছাড়া কারও প্রবেশের অধিকার নেই। সেখানে শাকিব খান একজন সাধারণ ভোটার। ভোট গণনা নিয়ে ব্যস্ত থাকায় সে পেছনের গেট দিয়ে প্রবেশ করেছিলো বলে দেখতে পারিনি। তবে তাকে বেশিক্ষণ থাকতে দেয়া হয়নি। আমরা দ্রæত তাকে বের করে দিয়েছি। শাকিব বাইরে বেরিয়ে ধাওয়ার মুখে পড়েছেন জানার পর এই নির্মাতা বলেন, শাকিবের উচিত হয়নি এভাবে ভোট গণনাকেন্দ্রে আসা। এসব কিছুতে শিল্পীদের ভাবমূর্তিই ক্ষুণœ হলো। প্রসঙ্গত, চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে ওমর সানি-অমিত হাসান প্যানেলকে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন সদ্য বিদায়ী কমিটির সভাপতি শাকিব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মাহফুজ ৭ মে, ২০১৭, ১১:৩৬ এএম says : 0
সাকিবের উচিত তার আচারণকে সংযত করা।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন