বাবার মাইকেল জ্যাকসনের পদাঙ্ক অনুসরণ করে কন্যা এরই মধ্যে বিনোদন জগতে পা রেখেছেন একটি টিভি সিরিজে অভিনয় করে। এবার তিনি একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের জন্য সায় দিয়েছেন। আমাজন স্টুডিওজের এই চলচ্চিত্রটি দিয়েই চলচ্চিত্রে অভিনয়ে প্যারিসের অভিষেক হবে। চলচ্চিত্রটি পরিচালনা করবেন ন্যাশ এজারটন।
অনির্ধারিত নামের এই ডার্ক কমেডি-থ্রিলার চলচ্চিত্রটিতে প্রধান কয়েকটি ভূমিকায় অভিনয় করবেন ডেভিড ওয়েলোয়ো, চার্লিজ থেরন, অ্যামেন্ডা সাইফ্রিড, ট্যান্ডি নিউটন এবং শার্লটো কোপ্লি। ১৯ বছর বয়সী প্যারিস ২০ বছর বয়সী পেনির ভূমিকায় অভিনয় করবেন।
চলচ্চিত্রটির কাহিনী ওয়েলোয়ো রূপায়িত এক ব্যবসায়ীকে নিয়ে যে মেক্সিকোতে এক অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে।
প্যারিস এর আগে মিউজিকাল ড্রামা সিরিজ ‘স্টার’-এর একটি পর্বে অতিথি হিসেবে অংশ নিয়েছেন। এছাড়া তিনি আইএমজির সঙ্গে ফ্যাশন শোতে অংশ নেবার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন