সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নিখোঁজের ১৫ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ২০ মে, ২০১৭, ১২:০০ এএম

পিরোজপুর জেলা সংবাদদাতা : পিরোজপুরের নেছারাবাদ উপজেলা থেকে নিখোঁজের ১৫ দিন পরে রোজিনা আক্তার মায়া (২৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউয়িনের নলবুনিয়া নামক স্থানের কঁচা নদীর পাড় থেকে এ লাশ উদ্ধার করা হয় বলে পিরোজপুর সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে। রোজিনা নেছারাবাদ উপজেলার সেহাংগল গ্রামের ইলিয়াস হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি ঝালকাঠী সদর উপজেলার মির্জাপুর গ্রামে। গতকাল শুক্রবার সকালে লাশ উদ্ধারের পর গৃহবধূর মা পিয়ারা বেগম ও ভাই পলাশ খান লাশ দেখে তাকে সনাক্ত করে। এ ঘটনায় নিখোঁজের ক’দিন পর থেকেই ইলিয়াস হোসেন জেল হাজতে আছে। গৃহবধূর ভাই পলাশ খান জানান, গত ৪ মে রাত আনুমানিক ১০টার দিকে পারিবারিক বিরোধের জেড় ধরে ইলিয়াস ঘর থেকে বাইরে গেলে তাকে আনতে স্ত্রী রোজিনা তার পিছু নেয়। এর কিছু সময় পরে ইলিয়াসের বোন ডলি বেগম, চাচাতো ভাই ঝন্টু বেপারী সহ আরো কয়েক জন ইলিয়াসকে খোঁজার নামে করে ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। পরে রাতে ইলিয়াস সহ সকলে ফিরে এলেও রোজিনা আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুজির পরেও মেয়েকে না পেয়ে ঘটনার দুই দিন পরে নেছারাবাদ থানায় একটি নিখোঁজের অভিযোগ করলে থানায় সেটি সাধারণ ডায়রী হিসেবে অর্ন্তভূক্ত করে এবং পুলিশ এ ঘটনায় রোজিনার স্বামী ইলিয়াস হোসেন কে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে  জেলে প্রেরণ করে বলে আরো জানান পলাশ খান। পিরোজপুর সদর থানার ওসি মো: মাসুমুর রহমান বিশ্বাস জানান, শারিকতলা-ডুমরিতলা ইউয়িনের এক গ্রাম পুলিশ তাকে খবর দেয়, নলুনিয়া এলাকায় নদীর পরে একটি মানুষের লাশ দেখা যাচ্ছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। রোজিনার মা ও ভাই লাশের গায়ের কাপড় দেখে তাকে সনাক্ত করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন