শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঈদের বিশষ নাটকে পপি

| প্রকাশের সময় : ২৬ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা পপি ঈদের একটি নাটকে অভিনয় করছেন। আসছে ঈদে স্যাটেলাইট চ্যানেল আরটিভিতে প্রচারের জন্য কায়সার আহমেদের পরিচালিত নাটকটির নাম মেন্টাল। এটি রচনা করেছেন আপন হাসান। এতে পপির বিপরীতে অভিনয় করেছেন হাসান জাহাঙ্গীর। পপি বলেন, ‘শুধুমাত্র ঈদ এলেই আমি বিশেষ বিশেষ নাটকে কাজ করি। মেন্টাল নাটকের গল্প বলার ধরন এবং আমার চরিত্রটি ভীষণ ভালো লাগায় কাজটি করছি। এর আগেও হাসান জাহাঙ্গীরের সঙ্গে তিনটি নাটক-টেলিফিল্মে কাজ করেছি। এটি আমাদের চতুর্থ কাজ। অন্যদিকে কায়সার ভাইয়ের নির্দেশনাতেও তিন বছর আগে একটি নাটকে অভিনয় করেছিলাম। সবমিলিয়ে ইউনিট আমার বেশ পরিচিত। যে কারণে বেশ আন্তরিকতা নিয়েই কাজটি করছি। আশা করি, নাটকটি দর্শকের ভালো লাগবে।’ হাসান জাহাঙ্গীর বলেন, ‘পপির সঙ্গে এটি আমার এবারের ঈদের চমক হিসেবে দর্শককে উপহার দিতে যাচ্ছি। আমার নাটকের গল্পে সবসময়ই দর্শকের জন্য চমক থাকে। এই নাটকেও ঠিক তাই আছে। পপি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত একজন অভিনেত্রী। যে কারণে তারসঙ্গে অভিনয় করার সময় অভিনয়টা আমি দারুণ উপভোগ করি। যেহেতু আগে আমরা একসঙ্গে কাজ করেছি। সে কারণে আমাদের কাজের বোঝাপড়াটা খুব চমৎকার। আশা করি, খুব ভালো একটি কাজ হবে এটি।’ উল্লেখ্য গত ৫ মে’র চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে পপি কার্যকরী সদস্য হিসেবে জয়লাভ করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
MD.ATIKUR RAHMAN ১৭ জুন, ২০১৭, ১০:০৯ এএম says : 0
amra bangla natok & sobi abaro valo dekta chai
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন