বিনোদন ডেস্ক: ঈদের নাটকের কাজ নিয়ে তানজিন তিশা ব্যস্ত সময় পার করছেন। এরইমধ্যে ঈদের জন্য অভিনয় করেছেন সোহেলের নির্দেশনায় ‘হিয়ার মাঝে তুমি’ ও ‘হাসনা হেনা’ , রিজভীর ‘ইস্যু’ নাটকের কাজ। শিগগিরই তিনি শুরু করবেন হিমেল আশরাফের নির্দেশনায় ‘শর্ত সাপেক্ষে’, হাবিব মাসুদের ‘পরিচয়’ এবং রুমান রুনির নির্দেশনায় আরেকটি ঈদ বিশেষ নাটকের কাজ। তানজিন তিশা বলেন, ‘এবারের ঈদে আমাকে বেশকিছু ভালো ভালো নাটকে দেখা যাবে। বেশ কয়েকটির কাজ শেষ করেছি। ঈদের আগ পর্যন্ত নাটক টেলিফিল্মে কাজ করা নিয়ে ব্যস্ত থাকতে হবে। প্রতিটি নাটকে আমার চরিত্রে দর্শক এবার ভিন্নতা পাবেন।’ এদিকে সম্প্রতি তানজিন তিশা অভিনীত মাহবুবা ইসলাম সুমী পরিচালিত ‘তুমি রবে নীরবে’ চলচ্চিত্রটি মুক্তি পায়। এ প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এটাকে চলচ্চিত্র হিসেবে গণ্য করিনা। এটি একটি টেলিফিল্ম। তবে ভালোলাগা এই যে আমার অভিনীত টেলিফিল্মটি দর্শক হলে গিয়ে দেখেছেন। কিন্তু কেউ যদি এটাকে চলচ্চিত্র বলেন, তাহলে আমার ভালোলাগাটা নষ্ট হয়ে যাবে। কারণ এতে আমাকে ডাবিংও করানো হয়নি। তাছাড়া যখন আমি শুটিং করি তখন জানতাম যে এটি টেলিফিল্ম। তাই এটি কোনভাবেই আমার চলচ্চিত্র নয়।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন