বিনোদন ডেস্ক: গত ১৫ মে ইউটিউবে প্রকাশ করা হয় ইমরানের নতুন গানের মিউজিক ভিডিও। ভিডিওটি সিএমভি’র ইউটিউব চ্যানেলে দর্শক- শ্রোতারা দেখেছেন ১০ লাখ বার। মুশফিক লিটুর সংগীতায়োজনে গানটির সুর করেছেন নাজির মাহমুদ। লিখেছেন শরীফ আল-দীন। এটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে মডেল হয়েছেন ইমরান ও রোতসী। অল্প সময়ে ভিডিওটির জনপ্রিয়তা প্রসঙ্গে ইমরান বলেন, ‘এবার নিজেকে একটু ভেঙেছি। চেষ্টা করেছি গানের কথা-সুর-কণ্ঠের সঙ্গে মিল রেখে ভিডিওতে একটা রোমান্টিক আবহ তৈরি করতে। ভিডিওটি প্রকাশের পর থেকে দারুণ সাড়া পাচ্ছি। অবাক হয়েছি, মাত্র এক সপ্তাহে ভিডিওটি মিলিয়নের ঘর পেরিয়ে গেল। এটা সত্যিই বিস্ময়কর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন