অভি মঈনুদ্দীন ঃ আফসানা মিমি নিজেই বলেছেন, অভিনয়ে তিনি নিয়মিত নন প্রায় পনেরো বছর ধরে। কিন্তু তার ভক্ত দর্শকের সবসময়ই চাওয়া থাকে তিনি যেন নিয়মিত অভিনয়ে থাকেন। ক্যামেরার পেছনে বেশি সময় দেয়ার কারণে তিনি অভিনয় থেকে অনেকটা দূরে রয়েছেন। তবে তারও মাঝে মাঝে মনে হয় অভিনয়ে এখন একটু নিয়মিত হওয়া উচিত। সেই ভাবনা থেকেই এবারের ঈদের বিশেষ নাটক ‘দরজার ওপারে’তে অভিনয় করছেন তিনি। এটি রচনা করেছেন বদরুল আনাম সৌদ এবং নির্মাণ করবেন আরিফ খান। আফসানা মিমি বলেন, ‘নাটকটি সৌদ’র লেখা। খুব সুন্দর একটি গল্পের নাটক। এ কারণেই নাটকটিতে অভিনয় করা। সত্যি বলতে কী, আনুষঙ্গিক অন্যান্য কাজ নিয়ে এতো বেশি ব্যস্ত থাকি যে অভিনয়ে সময় দেয়াটা আমার জন্য কঠিন হয়ে পড়ে। তাছাড়া অভিনয়ে অনিয়মিত থাকায় আগ্রহও কিছুটা হারিয়ে ফেলেছি। আবার একজন অভিনেত্রীর যে ফিটনেস থাকাটা জরুরী, তা হয়তো এখন আমার নেই। যে কারণে অভিনয়ে আমাকে একেবারেই কম দেখা যায়। আরিফের এই কাজটি নিয়ে আমি আশাবাদী।’ আসছে ঈদে চ্যানেল আইতে প্রচারের লক্ষ্যে নাটকটি নির্মিত হবে। উল্লেখ্য, আরিফ খানের নির্দেশনায় আফসানা মিমি প্রথম অভিনয় করেন ‘ভুস’ নাটকে। এরপর তিনি একই পরিচালকের নির্দেশনায় ‘খুনসুটি’, ‘যদিও সন্ধ্যা’, ‘ক্রস অ্যাকশান’ এবং ‘কাঁটা’ নাটকে অভিনয় করেন। ‘কাঁটা’ই ছিলো আরিফের নির্দেশনায় সর্বশেষ নাটক। দীর্ঘ প্রায় আটবছর পর আরিফ খানের নির্দেশনায় আফসানা মিমি আবারো নাটকে অভিনয় করলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন