শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড

| প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড দু’বছর পরপর অনুষ্ঠিত হয়ে থাকে। সর্বশেষ চীনে বসলেও এবার এ আসর বসচ্ছে ভারতের ভুবনেশ্বরে। ৬ থেকে ৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড। আগের প্রায় প্রত্যেক আসরেই অংশ নিয়েছেন বাংলাদেশের অ্যাথলেটরা অংশ নিয়েছেন। দু’বছর আগে চীনে এ আসরে খেলে এসেছেন দেশের সেরা স্প্রিন্টার ও দ্রæততম মানব মেসবাহ আহমেদ এবং দ্রæততম মানবী শিরিন আক্তার। এবার অবশ্য অংশগ্রহনের সুযোগটি বড় হয়েছে। এবারই প্রথমবারের মতো জ্যাভলিন ও হ্যামার থ্রোতে অংশ নেবেন বাংলাদেশের অ্যাথলেটরা। এ ছাড়া ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট, ৮০০ মিটার দৌড়, ১১০ মিটার হার্ডলস এবং চার গুণিতক একশ’ মিটার ও চার গুণিতক চারশ’ মিটার রিলে ইভেন্টে অংশ নেবেন লাল-সবুজের পুরুষ অ্যাথলেটরা। মহিলা বিভাগে স্প্রিন্ট ছাড়াও ১০০ মিটার হার্ডলস এবং চার গুনিতক একশ’ মিটার রিলেতে অংশ নেবেন মহিলা অ্যাথলেটরা। তবে প্রতিযোগিতার ট্র্যাকে নামার আগে অনুশীলন ট্র্যাকে সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। প্রায় দু’সপ্তাহ একটি উচ্চতর অনুশীলনের সুযোগ দিচ্ছে স্বাগতিকরা। যার ফলে আজ ট্রায়াল থেকে নির্বাচিতদের আগামীকালই ভারত পাঠাতে চেষ্টা করছে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন। অ্যাথলেট ও কোচসহ ২১ সদস্যের দল যাবে ভুবনেশ্বরে। ভারতীয় কোচদের অধীনে এই প্রশিক্ষণ শিবিরে বাংলাদেশের অ্যাথলেটদের পাশাপাশি কোচরাও অংশ নেবেন। ভুবনেশ্বরগামী তিন বাংলাদেশী কোচ হলেন- হার্ডলসে মাহবুবা ইকবলা বেলী, জাম্পে রফিকুল ইসলাম ও স্প্রিন্টে হাফিজুর রহমান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন