বিনোদন রিপোর্ট: প্রতি ঈদ উল ফিতরে বৈশাখী টেলিভিশন আয়োজন করে গল্পকার খোঁজার রিয়েলিটি শো- তোমার গল্পে সবার ঈদ। এ বছর থাকছে তোমার গল্পে সবার ঈদ-এর ৬ষ্ঠ আয়োজন। সারাদেশ থেকে পাঠানো গল্প থেকে নির্বাচিত সেরা ৫টি গল্পে নির্মিত হয়েছে হয়েছে মজার ৫টি ঈদের নাটক। সেরকম নির্বাচিত একটি গল্পের নাটক ‘সেলিব্রেটি বুয়া’। কবির হোসেইন-এর গল্পে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তুহিন হোসেন। মজার গল্পের এই নাটকে অভিনয় করেছেন এফ এস নাঈম, তাসনুভা তিশাসহ অনেকে। সেলিব্রেটি বুয়া প্রচার হবে বৈশাখী টেলিভিশনে ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৩৫ মিনিটে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন