শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঈদ অনুষ্ঠান উপস্থাপনায় অনন্ত ও বর্ষা

| প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: এবারের ঈদে জনপ্রিয় তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষাকে উপস্থাপকের ভূমিকায় দেখা যাবে। অবশ্য তারা আলাদা আলাদাভাবে একটি অনুষ্ঠানের দুটি পর্ব উপস্থাপন করেছেন। ঈদের তৃতীয়দিন অনন্ত জলিল এবং ঈদের ষষ্ঠদিন বর্ষার উপস্থাপনা ভিন্ন ভিন্ন দুটি পর্বে উপস্থাপনা করতে দেখা যাবে তাদের। একুশে টেলিভিশনের জন্য নির্মিত সাত পর্বের বিশেষ অনুষ্ঠান ‘আমার ছবি, আমার গান’ এর বিশেষ দুটি পর্ব উপস্থাপনা করেছেন তারা। নিজেদের অভিনীত চলচ্চিত্র থেকে ১০টি গান নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটির প্রতিটি পর্ব। প্রতিটি গানের পূর্বে শূটিং করতে গিয়ে নিজেদের অভিজ্ঞতা নিজেরাই বর্ণনা করেছেন তারা। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে। এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘নিজের অভিনীত গান এবং এর শূটিংয়ের নেপথ্য কথা নিয়ে উপস্থাপনার বিষয়টি আমি উপভোগ করেছি। আশা করছি, দর্শক যেমন গানগুলো উপভোগ করতে পারবেন, তেমনি এগুলোর শূটিংয়ের ইতিহাস জেনে আনন্দ পাবেন। বর্ষাও একই কথা বললেন। তিনি বলেন, এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ প্রথম। বিষয়টি একটু ভিন্ন ধরনের। নিজের পারফর্ম করা গান পরিবেশন এবং এর শূটিংয়ের নেপথ্য কথা দর্শকের সামনে তুলে ধরার বিষয়টি ভিন্ন রকম। আমি মনে করি, দর্শক অনুষ্ঠানটি উপভোগ করবেন। সোহেল রানা সবুজ ও সিফাত তন্ময়ের প্রযোজনায় ঈদের প্রথম দিন থেকে সপ্তমদিন পর্যন্ত প্রতিদিন রাত ৮টায় আমার ছবি, আমার গান অনুষ্ঠানটি প্রচার হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন