শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বিশেষ নাটক হপাই

| প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: বৃন্দাবন দাস-এর রচনা ও তাইফুর জাহান আশিক-এর পরিচালনায় নাটক ‘হপাই’ বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৭টা ৫০ মিনিটে। নাটকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সুমাইয়া শিমু, আখম হাসান, শাহনাজ খুশি প্রমুখ। গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী নহর আলীর বড় দুঃখ যে তার স্ত্রীর কোন সন্তান হয় না। যে কারণে বড় বউয়ের সম্মতিতেই আর একটা বিয়ে করে। স্বামীকে বিয়ে করার সম্মতি দিলেও ছোট বউ বাড়ীতে আসার পর মনের মধ্যে কষ্ট থেকে হিংসার সৃষ্টি হয় বড় বউয়ের। শুরু হয় ঝগড়া। এর মধ্যে জানা যায় ছোট বউ সন্তান সম্ভবা। স্বাভাবিকভাবেই কদর বাড়ে ছোট বউয়ের। নহর আলী এতদিনের আঁটকুড়ে নাম ঘুচবে এই আনন্দে বিভোর। হঠাৎ গ্রামের মধ্যে প্রচার হয়ে যায় নহর আলীর ছোট বউ এক সাথে সাতটি সন্তানের মা হবে। গুজবের ডালপালা ছড়িয়ে পরতে থাকে। প্রথমে গ্রামের মানুষ তারপর দূর-দূরান্ত থেকে মানুষ ভীড় করতে থাকে। মুখে মুখে প্রচার হতে থাকে নানা সব আজগুবী কল্পকাহিনী-চরম বিপত্তিতে পরে যায় নহর ও ছোট বউ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন