বিনোদন ডেস্ক: মুক্তি পেয়েছে তাহসানের নতুন মিউজিক ভিডিও ‘অপ্রাপ্তি’। মিউজিক ভিডিওটি ব্যতিক্রমভাবে নির্মাণ করা হয়েছে। এতে তাহসানকে গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে। মেহেদী হাসান লিমনের কথায় নাজির মাহমুদের সুরে গানটির সংগীতায়োজন করেছেন শাকের রেজা। গানটির ভিডিও নির্মাণ করছেন ভিকি জায়েদ। তাহসান বলেন, ‘এটি আসলে সত্যিকারের মিউজিক ভিডিও হচ্ছে বলেই অনেক কষ্ট করেছি। এটিকে স্বল্পদৈর্ঘ্য সিনেমাও বলা যেতে পারে। একটা গল্প বলার চেষ্টা করছি আমরা। সেই গল্পের জন্যই এত আয়োজন। বৃষ্টিতে ভেজা কিংবা বক্সিংয়ে মনোযোগী হওয়া। এতে মডেল হিসেবে আমার সঙ্গে আছেন আজমেরী আশা। ভিকি জায়েদ বলেন, ‘গল্পটি আসলে দু’জন গ্যাংস্টারকে ঘিরে। একজন তাহসান অন্যজন তৌফিক। দু’জন গ্যাংস্টারের একটি ছোট্ট গল্প বলার চেষ্টা করছি আরেক মডেল আজমেরী আশার মধ্য দিয়ে। গানটিতে দেখা যাবে র্যাপার ও চৌকস অভিনেতা তৌফিক আহমেদকে। মোশন রক এন্টারটেইনমেন্টের নির্মাণ সহযোগিতায় ভিডিওটি মুক্তি পেয়েছে সিএমভি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও বাংলাফ্লিক্স-এ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন