বিনোদন রিপোর্ট: গত ৬ জুন লন্ডনে গিয়েছিলেন চিত্রনায়িকা শাহনূর। সেখানে তিনি কয়েকটি সংগঠনের বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়া সেখানকার স্থানীয় একটি পণ্যের বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেন তিনি। লন্ডনের সব কাজ শেষ করে দেশে ফিরছেন শাহনূর। শাহনূর বলেন, ‘এবারের লন্ডন সফরে বেশ ভালো সময় কাটিয়েছি। এখানে বেশ কয়েকটি সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণসহ চ্যানেল আই, এনটিভির ঈদ বিশেষ অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছি। সবমিলিয়ে খুব চমৎকার সময় কেটেছে। তবে এবার দেশে ফিরে কোরবানীর ঈদের জন্য বেশ কয়েকটি নাটকে কাজ করার ইচ্ছে আছে। এরইমধ্যে বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে যোগাযোগ হয়েছে। আশা করি কাজগুলো করতে পারবো। উল্লেখ্য, ২০০০ সালে চিত্রনায়ক রুবেলের বিপরীতে জিল্লুর রহমান ময়নার দির্দেশনায় ‘জিদ্দি সন্তান’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে শাহনূরের অভিষেক হয়। তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে জাহি হোসেনের ‘লীলা মন্থন’, সোলায়মান খান লেবুর ‘প্রেম প্রীতি ভালোবাসা’, ‘ফারুক হোসেনের ‘কাকতাড়–য়া’, জামশেদুর রহমানের ‘কে আমার শত্রæ’ এবং জুয়েলের ‘হবারতো হবেই প্রেম’। এসব চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাহনূর। তার অভিনীত মোহন খানের নির্দেশনায় এটিএন বাংলার ধারাবাহিক নাটক ‘নীড় খোঁজে গাংচিল’ প্রচার হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন