শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শাবনূরের বাসায় হঠাৎ আড্ডা

| প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট : গত মাসের শেষ দিকে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেন চিত্রনায়িকা শাবনূর। বেশ কয়েক মাস তিনি সেখানে থাকেন। শারিরীক চিকিৎসার পাশাপাশি সেখানের ব্যবসা-বাণিজ্যেরও দেখাভাল করেন। সবকিছু সামলিয়ে তিনি দেশে ফিরেন। ফিরেই সম্প্রতি নিজ বাসায় ৯০ দশকে তার কাছের লোকজনদের নিয়ে আড্ডার আয়োজন করেন। এতে উপস্থিত হন ওমর সানি, অমিত হাসান, চিত্রপরিচালক বাদল খন্দকারসহ আরও অনেকে। অস্ট্রেলিয়া থেকে মেদ ঝরিয়ে বেশ ছিপছিপে হয়ে এসেছেন শাবনূর। আড্ডায় তাকে নতুন রূপেই দেখা গেছে। বিষয়টি নিয়ে ওমর সানি বলেন, আসলে এটি বিশেষ কোনও পার্টি ছিল না। অনেকদিন পর শাবনূর দেশে ফিরেছে। সেদিন ফোন দিয়ে বাসায় যেতে বলে। আমি একটি কেক নিয়ে শাবনূরের বাসায় হাজির হই। কেকে লিখে নিই- ফ্রেন্ডস ফরএভার ৯০। আমরা তো ৯০ দশকের মধ্যমণি। তাই এভাবে লেখা।’ এদিকে মোস্তাফিজুর রহমান মানিকের এত প্রেম এত মায়া সিনেমায় অভিনয় করার কথা রয়েছে শাবনূরের। সিনেমাটির কিছু অংশের কাজ করবেন তিনি। মানিক শাবনূরের ফেরার ইঙ্গিত দিলেন। জানান, শিঘ্রই সিনেমাটির শূটিংয়ে অংশগ্রহণ করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Laboni ২২ জুলাই, ২০১৭, ৩:২৮ এএম says : 0
বাংলা সিনেমায় আবার ফিরে আসুক ৯০ দশক
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন