বিনোদন রিপোর্ট: নন্দিত কথাসাহিত্যিক হূমায়ুন আহমেদের পুত্র নুহাশ আহমেদ নাটক নির্মাণ করতে যাচ্ছেন। পরিবারের অন্য সবার মত বাবার গল্পে না, নিজের লেখা গল্পে নাটকটি নির্মাণ করবেন তিনি। নাটকটি ঈদুল আযহায় আয়নাবাজি অরজিনাল সিরিজের মত একটি সিরিজের জন্য নির্মিত হবে। নুহাশ বলেন, ভাল লাগা থেকে নাটক নির্মাণে আসা। অনেকদিন ধরেই নির্মাণে আসার ইচ্ছে ছিল। যে সিরিজের জন্য নাটকটি নির্মিত হবে সেটির তত্ত¡াবধানে আছেন আয়নাবাজিখ্যাত নির্মাতা অমিতাভ রেজা। তিনি বলেন, নুহাশের নাটকের নাম এখনো ঠিক হয়নি। এমনকি অভিনয় শিল্পীও ঠিক হয়নি। তবে এতটুকু বলতে পারি ৮ বা ৯ আগস্ট নাটকটির শূটিং হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন