শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

অস্ট্রেলিয়ার পছন্দ মিরপুর, বিসিবির বিকল্প সিলেট

| প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : ফতুল্লায় সফরকারী অস্ট্রেলিয়ার সঙ্গে বিসিবি একাদশের একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ রয়েছে। ২২ ও ২৩ আগস্ট ওই ম্যাচটি হওয়ার কথা। কিন্তু ফতুল্লার মাঠের যে অবস্থা, তাতে বৃষ্টি হলে সেখানে ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। এ কারণে আয়োজকদের পক্ষ থেকে বিকেএসপি অথবা সিলেট ভেন্যু বিকল্প হিসেবে রাখা হয়েছে। কিন্তু অস্ট্রেলিয়া চাচ্ছে মিরপুরেই হোক প্রস্তুতি ম্যাচটি। মিরপুরে ওই ম্যাচটি আয়োজনের পর এই ভেন্যুতে টেস্ট ম্যাচ আয়োজনের জন্য সময় পাওয়া যাবে মাত্র তিন দিন। কোনো অবস্থাতেই এই অল্প সময়ের মধ্যে টেস্ট উইকেট নির্মাণ করা যাবে না। তাই বিকেএসপি কিংবা সিলেট ভেন্যুতেই প্রস্তুতি ম্যাচটি আয়োজন করতে চায় বিসিবি। এ প্রসঙ্গে বিসিবি পরিচালক আকরাম খান বলেন, ‘অস্ট্রেলিয়া মিরপুরকে প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে চাচ্ছে কিন্তু এটা সম্ভব নয়। তিন দিনে টেস্ট উইকেট রেডি করা সম্ভব না। আমরা বিকেএসপি এবং ফতুল্লাকে প্রস্তুত রেখেছি। কিন্তু ওরা বিকেএসপিতে যেতে চাচ্ছে না কারণ সময় অনেক বেশি লাগে। আমরা এক ঘন্টার মধ্যে যাতে বিকেএসপিতে যাওয়া যায় সেই ব্যবস্থা রেখেছি। আমরা অনেক বাজে সময়েও সফলভাবে অনেক টুর্নামেন্টের আয়োজন করেছি। তারপরও ওরা যেতে না চাইলে ফতুল্লার বিকল্প হিসেবে আমরা সিলেটে ভেন্যু রেখেছি। চাইলে ওরা সেখানে গিয়ে প্রস্তুতি ম্যাচটি খেলতে পারবে।’
অস্ট্রেলিয়া সিরিজের আগে বাংলাদেশ দলের প্রস্তুতি সম্পর্কে বলতে গিয়ে আকরাম খান বলেন, ‘আমরা কন্ডিশন ক্যাম্প করেছি। ফিটনেসের ওপরে আমরা গত এক মাস কাজ করেছি। প্রতিটা খেলোয়াড়ের ফিটনেসটা খুবই ভালো। ফিজিওর সঙ্গে আলাপ করে রিপোর্টটা দেখলাম। তবে ব্যাটিং বোলিংয়ের জন্য সময়টা কম পেয়েছি। বৃষ্টি নিয়ে উদ্বিগ্ন ছিলাম। কিন্তু সেটা তেমন একটা হয়নি। সবাই ভালো ব্যাটিং বোলিং করছে, টেস্টে ভালো ফল পাবো বলে আশা করি। তবে এটা নির্ভর করছে প্রতিপক্ষের শক্তিমত্তার ওপর। শেষ টেস্ট আমরা জিতেছি শ্রীলংকার বিপক্ষে। ওই জয়টা আমাদের অনুপ্রেরণায় থাকবে।’
স্পিন কোচ ম্যাকগিল খুব শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়ে আকরাম খান বলেন, ‘ওর একটা ক্লিয়ারেন্সের জন্য আমরা অপেক্ষা করছি। চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব তাকে আনা যায়। ম্যাকগিলও খুব আগ্রহী বাংলাদেশ দলের কোচ হতে।’ নির্বাচক পরিবর্তন হওয়ার বিষয়টি নিয়ে আলাপ আলোচনা চলছে জানিয়ে আকরাম খান বলেন, ‘এটা নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। কিন্তু যেহেতু এবারের ফরম্যাটটা গতবারের তুলনায় অন্যরকম। এখানে কোচ আছে, ম্যানেজার আছে, পাঁচ-ছয়জনের মতো কমিটিতে আছে। হয়তোবা আমরা এখনকার দু’জনকেই আরো সময়ের জন্য রাখতে পারি। দু’একদিনের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন