শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

জামালপুরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৭

| প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৭, ১২:২৪ এএম

ইনকিলাব ডেস্ক : জামালপুর জেলা শহরের চন্দ্রায় ট্রেনের ধাক্কায় ইজিবাইকের চালক ও এর ৬ যাত্রী নিহত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৬টার দিকে ওই এলাকার বিজিবি ক্যাম্পসংলগ্ন রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, বিকেলে একটি ইজিবাইক যাত্রী নিয়ে জামালপুর শহর থেকে চন্দ্রা এলাকায় যাচ্ছিল। ইজিবাইকটি চন্দ্রা রেললাইন অতিক্রম করার সময় ময়মনসিংহ থেকে দেওয়ানগঞ্জগামী ট্রেনের ধাক্কায় ইজিবাইকের ১ যাত্রী ঘটনাস্থলে নিহত হন । আহত হন আরো ৭ জন। আহতের হাসপাতালে নেওয়ার পর জামালপুর সদরে ১জন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ৪জন এবং রাত ৮টায় মুক্তগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন নিহত হয় ।  হতাহত সবার বাড়ি জামালপুর শহরের চন্দ্রা ও কম্পোপুর এলাকায়।
নিহতরা হলেন ছানোয়ার হোসেন, আব্দুর রহিম, মীর হোসেন, ইন্তাজ আলী এবং হোসেন আলী, ফরিদুল হক, ছালেহা বেগম ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন