শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বিটিভির ঈদের নাটক নির্মাণ করছেন মিমি

| প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


বিনোদন রিপোর্ট: বিটিভির জন্য ঈদের নাটক নির্মাণ করতে যাচ্ছেন বিশিষ্ট অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমি। তিনি জানান, স্ক্রিপ্টের কাজ চলছে। শিঘ্রই শিল্পী নির্বাচন করব। আশা করছি, এ সপ্তাহের শেষের দিকে নাটকটির শুটিং শুরু করতে পারব। মিমি এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি উন্নয়ন উদ্যোগের ফলশ্রæতিতে প্রান্তিক পর্যায়ের মানুষের সাফল্যকে উপজীব্য করে বিটিভির জন্য নির্মাণ করেন টেলিফিল্ম রূপকথা নয়। সেটি এখনো প্রচার হয়নি। এদিকে বেশ কয়েক বছর অভিনয়ে ছিলেন না মিমি। গত ঈদুল ফিতরে তাকে তিনটি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেন। মিমি জানান, সময় মিললে এবং ভালো স্ক্রিপ্ট ও নির্মাতা হলে এবারের ঈদেও অভিনয়ে দেখা যেতে পারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন