শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামী জীবন

দৈনন্দিন জীবনে ইসলাম

প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

প্র:- কারো বাড়ীতে জামাআত হলে, সে জামাআতে ইমামতির জন্যে কে অগ্রগণ্য?
উ:- বাড়ীর মালিক যোগ্য হলে সে-ই অগ্রগণ্য। অন্যথায় সে যাকে ভালো মনে করবে, তাকে ইমামতির জন্য পাঠাতে পারে।
প্র:- নামাযের মধ্যে সূরা কিরাত কোন্ তারতীবে পড়া উচিত?
উ:- কোরআন শরীফে যে তারতীবে বর্ণিত আছে, সে তারতীবে পড়তে হবে। ইচ্ছাকৃতভাবে তারতীবের উল্টা করে সূরা পড়া মাকরূহ।
প্র:- এক রাকাতে বিভিন্ন জায়গা হতে কোন সূরার অংশ পড়া কেমন?
উ:- এক রাকাতে একটি পূর্ণ সূরা পাঠ করা উত্তম। তবে বড় সূরার অংশবিশেষ পড়ে নামায আদায় করলেও কোন ক্ষতি নেই।
প্র:- তারাবীহর নামায জামাআতে পড়া কি?
উ:- সুন্নতে কিফায়াহ।
প্র:- রমযানের বিত্র নামায জামাআতে পড়া কি?
উ:- মুস্তাহাব।
প্র:- চন্দ্র ও সূর্যগ্রহণের সময় নামায পড়া কি?
উ:- সুন্নত।
প্র:- কার পিছনে নামায পড়া মাকরূহে তাহরীমী?
উ:- ফাসেকÑযে প্রকাশ্যে কবীরাহ গোনায় লিপ্ত।
-মুফতী ওয়ালীয়ুর রহমান খান

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন