একক নাটক মাখন মিয়ার উদার বউটা। রচনা ও পরিচালনাঃ সাগর জাহান অভিনয়েঃ অভিনয়ে, জাহিদ হাসান, তিশা প্রমূখ। প্রচার হবে আরটিভিতে ঈদের দ্বিতীয় দিন রাত ৮ টা ৩০ মিনিটে। নাটকে দেখা যাবে, মাখন মিয়া জাহিদ হাসান বিয়ে করেছেন। দাম্পত্য জীবনের বেশ সময় গেলেও তাদের ঘরে সন্তান না আসায় বেশ চিন্তিত হয়ে পড়েন। এজন্য ডাক্তার, কবিরাজ কোনও কিছু বাদ রাখেন নি। এসব দেখে মাখনের বউ তিশা বেশ বিরক্ত হয়, কিন্তু কিছু করার উপায় নাই। কারণ তার জামাইয়ের বিশ্বাসে তো কিছু বলার নাই। সন্তানের জন্য মাখন মিয়া পাগল হয়ে যায়। এ জন্য যে যা বলে মাখন মিয়া তাই করতে থাকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন