অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন চলচ্চিত্র অভিনেতা বাবর। গত মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে তিনি রাজধানীর হলিফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শারীরিক দুর্বলতার কারণে হাসপাতালে ভর্তি হলেও গতকাল তাঁর ফুসফুসে ক্ষত ধরা পড়েছে। তিনি ডা. আবুল কালাম আজাদের তত্ত¡াবধানে রয়েছেন। বাবরের স্ত্রী লতিফা বাবর বলেন, গত মঙ্গলবার বাসায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। আমরা দ্রæত হাসপাতালে নিয়ে আসি। তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তাঁর ফুসফুসে ক্ষতচিহ্ন পাওয়া গেছে। ডা. আবুল কালাম আজাদ বলেন, আমাদের পরীক্ষায় তাঁর ফুসফুসে যে ক্ষত ধরা পড়েছে, সেটি কিসের সে বিষয়ে আজ পরীক্ষা করে দেখা হবে। এমনিতে তিনি শারীরিকভাবে অনেক দুর্বল। ডায়াবেটিস রয়েছে, আবার প্রেসারও বেশি। এদিকে বাবরের স্ত্রী লতিফা বাবার বলেন, বাবর একজন চলচ্চিত্রপ্রেমী মানুষ। তিনি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে এফডিসিতে নিয়মিত না হলেও ঘরে বসে সব সময় চলচ্চিত্রের খবর রাখেন। নিজে চলচ্চিত্র পরিচালনা করার জন্য চেষ্টা করছিলেন। ঘরে বসে চিত্রনাট্য তৈরি করছিলেন। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাঁকে সুস্থ করে দেন। উল্লেখ্য, আমজাদ হোসেন পরিচালিত বাংলার মুখ চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিষেক হলেও বাবরের পরিচিতি খল অভিনেতা হিসেবে। তিনি তিন শতাধিক চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করেছেন। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে কিছুটা দূরে তাকলেও একটু সুস্থবোধ করলেই এফডিসিতে আড্ডা দিতে আসেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন