ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ দুপুর দুইটায় প্রধান বিচারপতির সঙ্গে তার খাসকামরায় সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে এটা তার সৌজন্য সাক্ষাৎ। তিনি সাক্ষাতে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিচার বিভাগের কার্যক্রম স্বাধীন ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সার্বিক সহযোগিতা প্রদানের কথা বলেছেন।
এদিকে বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার সঙ্গে বিকেলে সাক্ষাৎ করবেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা। আজ বিকেল ৫টায় দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি তার খাসকামরায় সাক্ষাতের জন্য সময় দিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন