বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাহিত্য

পদাবলী

প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

সূর্যসন্তান
ছোটন মুখার্জি

অন্ধকারে চিকা মারে কে?
কে আঁকে দেয়ালচিত্র হে?

কার বুকেতে পতপতিয়ে প্রতিবাদের পতাকা উড়ে?
কে লিখে হৃদয় চিরে লাল-কালিতে দেয়াল জুড়ে?

“ওদের জন্য ফুলের মালা
আমার জন্য একবুক জ্বালা-
 
তবু ভালোবাসি তোমায় মা, হে আমার মাতৃভূমি ;
তোমার সাথে আছি মা, নিশ্চিন্তে থাকো তুমি।”

সেই ছেলেরা ধন্য; প্রতিবাদী কণ্ঠ ফাটে উচ্চ স্বরে,  
তারাই তো এনেছিল স্বাধীন সূর্য,
বুলেটের সম্মুখেতে বুকের ছাতি মেলে ধরে।

তারাই তো আগলে রাখে প্রাণের এই মাতৃভূমি ;
শত বাধা ভেদ করে দৃঢ়চিত্তে বলে তারা-
তোমার সাথে আছি, মা : নিশ্চিন্তে থাকো তুমি।



গৃহপালিত শৃঙ্খলা
নূর মোহাম্মদ

গৃহপালিত শৃঙ্খলা টিপে টিপে পা ফেলে।
টুঁ শব্দ নেই! একটুও না!
সুনসান আর নিশ্চুপ পদচারণা।
মাঝে মাঝে ঘুমে টলে পড়ে শৃঙ্খলা
তারপরও টিপে টিপে পা ফেলে;
চোখদু’টো টেনে মেলে।
এভাবে অপেক্ষার প্রহর গোনে দুপুররাতের জন্য।
নীরবতা, সতর্কতা আরো গভীর হয়
একসময়
ঘুমে আচ্ছন্ন টলোমলো চোখে ঘুমের হয় জয়।
এরপর কিছুই জানে না শৃঙ্খলা।

দুপুররাত গড়িয়ে বিকেলরাত
ফর্সা ভোরের আনাগোনা;
শুরু হয় জানাশোনা।
তখনও  গৃহপালিত শৃঙ্খলা গভীর ঘুমে আচ্ছন্ন...



নিষিদ্ধ জিজ্ঞাসা
আরিফ মুহাম্মদ

জানালায় ওঁৎ পেতে থাকে
ডানাভাঙ্গা স্বপ্নপ্রজাপতি
রাতের চোখে নিঃশব্দ কান্না
পোয়াতি আবেগে স্মৃতির জলমেঘ জন্ম দেয় দ্বিধার দেয়াল
বসন্ত এখন নিষিদ্ধ প্রত্যাশা

আচ্ছা! তোমার বাসমতি ধান চোখে
আজো কি ঝরে শিশিরের ঘ্রাণ?




 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন