শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

রাজধানীতে ভেজাল বিরোধী অভিযানে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৭, ৬:৫৯ পিএম

রাজধানীতে আটটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহ্ফুজুল আলম মাসুম ও খালিদ আহম্মেদের পরিচালনায় এ অভিযান চালানো করা হয়। এপিবিএন-৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান রুবেলের নেতৃত্বে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-৫) একটি টিম অভিযানে সহায়তা করেছে।
এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার জানান, মোহাম্মদপুরে অবৈধ প্রক্রিয়ায় পণ্য প্রক্রিয়াকরণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য বিক্রি করায় স্বাদ তেহেরী ঘরের ব্যবস্থাপক মোহাম্মদ আবদুলস সামাদকে ১ লাখ টাকা, একই অপরাধে ভূতের বাড়ি রেস্টুরেন্টের ব্যবস্থাপক মোহাম্মদ তোবাকে ৫০ হাজার টাকা এবং অবৈধভাবে ফুটপাতে মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় কিয়স্কো ডেভেলপারস লিমিটেডের ব্যবস্থাপক মোহাম্মদ আশরাফ আলী সরকারকে ৩৫ হাজার টাকা জরিমানা, কমিপ হেনসিভ হোল্ডিংস অ্যান্ড ডেভলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপক মোহাম্মদ মনোয়ার হোসেনকে ৩৫ হাজার টাকা জরিমানা ও মোহাম্মদ শাহীন আলম নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা করে সর্বমোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহ্ফুজুল আলম মাসুম।
সাইদুর রহমান রুবেল আরও জানান, রাজধানীর নিকুঞ্জ-২ এ অবৈধভাবে ফুটপাতে মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় দি সিভিল ইঞ্চি লিমিটেডের ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলামকে ৩০ হাজার টাকা একই অপরাধে মোহাম্মদ আবু হাসান নামে এক ব্যক্তিকে ৩ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পণ্য তৈরি করে বিক্রি করায় টি টি রেস্টুরেন্টের ব্যবস্থাপক মোহাম্মদ জিয়াউল হককে ১০ হাজার টাকা করে সর্বমোট ৪৩ হাজার টাকা জরিমানা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ আহম্মেদ।
রাজধানীতে বিভিন্ন এলাকায় এপিবিএন-৫ এর ভেজাল বিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান রুবেল জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন