সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

দেশের শত শত যুবক জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে -ডিসি তেজগাঁও

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দেশের শত শত যুবক জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। এদের কাউকে কাউকে ধরার পর তথ্য জানতে অনেক ক্ষেত্রে কৌশল নিতে হয় তাদের। এদের সম্পর্কে সকলকেই সচেতন হতে হবে। জঙ্গীবাদে জড়িয়ে অনেকেই নিখোজ হয়ে যান। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাগো তারুণ্য রুখো জঙ্গিবাদ শিরোনামে সুচিন্তা ফাউন্ডেশন আয়োজিত জঙ্গিবাদবিরোধী এক সেমিনারে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার। রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল অডিটোরিয়ামে গতকাল বৃহস্পতিবার সেমিনারটি অনুষ্ঠিত হয়। শিক্ষানবিশ চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর জঙ্গি বিরোধী কর্মকান্ডের অল্প অংশই প্রকাশ্যে আসে। এর বাইরে অনেক ঘটনা ঘটে। যখন পুলিশ অপারেশন করে, যখন দুইজন অ্যারেস্ট হয়, দুইজন মারা যায়, দুইটা গুলি-বোমা উদ্ধার হয়, তখন জিনিসটা ভিজিবল হয়, আপনি দেখেন। কিন্ত এর পেছনে শত শত ঘটনা রয়ে গেছে, যেগুলো আপনারা দেখেন না, খবরে কখনও আসে না। তিনি বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে পুলিশ প্রতিনিয়ত কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি কীভাবে শত শত তরুণ-যুবক জঙ্গিবাদী হয়ে উঠছে। আপাত দৃষ্টিতে আপনি তো মনে করছেন, কোথাও তো কিছু নাই। কিন্তু না, অনেক কিছু ঘটে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গি দমন করতে পেরেছে মন্তব্য করে ডিসি বিপ্লব বলেন, তবে নির্মূল করা সম্ভব হয়নি। তার জন্য দরকার তারুণ্যের জাগরণ। স¤প্রতি আমেরিকায় বোমা হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, হলি আর্টিজানে নিহত জঙ্গিদের একজন রোহান ইমতিয়াজ। একটি প্রগতিশীল পরিবারের ছেলে রোহান। তখন সারা বিশ্বের নজর ছিল বাংলাদেশের ওপর। এত বড় ভয়াবহ হামলা এর আগে আর বাংলাদেশে হয়নি। অনুষ্ঠানে ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। সমাজের সবাই এগিয়ে এসে জঙ্গিবাদ নির্মূলে কাজ করতে হবে। উল্লেখ গত অগাস্ট থেকে চার মাসে ঢাকায় রাজনীতিক, শিক্ষক, সাংবাদিক ও ব্যবসায়ী মিলে ডজনখানেক মানুষ নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে ব্যবসায়ী অনিরুদ্ধ রায়সহ চারজন পরিবারের কাছে ফিরে এলেও অধিকাংশের এখনও সন্ধান জানা যায়নি। সর্বশেষ ৪ ডিসেম্বর সন্ধ্যায় বিদেশফেরত মেয়েকে আনতে ধানমন্ডির বাসা থেকে গাড়ি নিয়ে বিমানবন্দরের উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন সাবেক রাষ্ট্রদূত এম মারুফ জামান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন