ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনায় দায় আইনশৃঙ্খলা বাহিনী এড়াতে পারে না
রাজধানীর কাওরান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, দুই জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনার দায় আইনশৃঙ্খলা বাহিনী এড়াতে পারে না বলেও জানান তিনি। আগে গোয়েন্দা তথ্য ছিলো না বলেই জঙ্গিরা পালিয়ে যেতে পেড়েছে।
এদিকে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। নারায়ণগঞ্জ ও গুলিস্তানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
খন্দকার মঈন বলেন, নতুন এই জঙ্গি সংগঠনের সদস্যরা পুলিশ সদস্য হত্যার মিশন নিয়ে মাঠে নেমেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন