বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

পাঁচ বছর পর গানে ফিরলেন ঈশিতা

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অভি মঈনুদ্দীন: অভিনয়ে অনেকদিন ধরেই ঈশিতা নেই। অভিনয়ে না থাকলেও মাঝে মাঝে বিশেষ বিশেষ দিবসে নাটক নির্মাণ করতেন তিনি। বিগত বেশ কয়েক বছর ধরে তাও করছেন না তিনি। মাঝে গান নিয়ে ফেরার কথা থাকলেও ফিরেননি। অবশেষে নীরবে থাকা ঈশিতা গান নিয়েই ফিরছেন। মাঝে বেশ কিছু গীতিকবিতা তার হাতে এসেছিলো। সুরও করা হয়েছিলো, কিন্তু পছন্দ হয়নি ঈশিতার। তবে এবার সোহেল আরমানের লেখা ‘জেগে থাকা মন’ শিরোনামের গানের কথা ঈশিতার দারুণ পছন্দ হয়েছে। গানটির সুর সঙ্গীত করেন অদিত। ঈশিতার একনিষ্ঠ এবং সত্যিকারের শুভাকাক্সক্ষী ক’জন তার গাওয়া নতুন এই গান শুনে রীতিমতো মুগ্ধ। ঈশিতার নিজেরও খুব ভালো লাগে ‘জেগে থাকা মন’ গানটি। যে কারণে এই গান দিয়েই গানের ভুবনে ফিরবেন বলে আশা রাখেন। গত ২৪ ও ২৫ ফেব্রæয়ারি গাজীপুর এবং উত্তরার বিভিন্ন লোকেশনে ঈশিতা তার নিজের গানের মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ করেছেন। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন আদর ও পায়েলিয়া পায়েল। দীর্ঘদিন পর গান নিয়ে ফেরা প্রসঙ্গে ঈশিতা বলেন, ‘অনেক আনন্দ ও ভালো লাগা কাজ করছে। গানের কথা এবং সুর সঙ্গীত আমার ভালোলাগায় গানটি শ্রোতা দর্শকের কাছে তুলে দিতে চাচ্ছি। আশা করি, গানটি সবার ভালো লাগবে। আদর এবং পায়েল বেশ ভালো কাজ করেছে মিউজিক ভিডিওতে। মর্চের শেষপ্রান্তে আমার নতুন এ গান শ্রোতা দর্শকের কাছে তুলে দিতে পারবো।’ উল্লেখ্য, ছোটবেলায় আনিসুর রহমান তনু’র কাছে ঈশিতার গান শেখা শুরু। এরপর ওস্তাদ ওমর ফারুক’র কাছে দশ বছর খেয়াল এবং তারপর ওস্তাদ সঞ্জীব দে’র কাছে খেয়াল ও ক্ল্যাসিক্যাল শিখেন। পাঁচ বছর আগে ফুয়াদের সুর সঙ্গীতে একটি গানে কন্ঠ দিয়েছিলেন ঈশিতা। ঈশিতার গানের অ্যালবামের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘রাত নিঝুম’, ‘ভুলোনা আমায়’, ‘কুলসুম’। বেশ কয়েক বছর আগে ঈশিতা সর্বশেষ শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় একটি ঈদ ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন। নাটকের নাম ‘চোর গেলো ডাকাত এলো’। সর্বশেষ ঈশিতা আদর নাদিয়া মিমকে নিয়ে একটি খÐ নাটক নির্মাণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন