শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

দ্বৈত ভূমিকায় দেবিনা ব্যানার্জি

| প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

‘সন্তোষী মা’ সিরিয়ালে পৌলমির ভূমিকায় অভিনয় করেন দেবিনা ব্যানার্জি। অ্যান্ডটিভির এই শোটিতে তাকে আগামীতে দ্বৈত ভূমিকায় দেখা যাবে।  অভিনেত্রীটি এ জন্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
দেবলোকে ঈর্ষার দেবী পৌলমির ভূমিকায়, দেবিনা সন্তোষীর (অভিনয়ে রতন সিং রাজপুত) জীবনে বিপর্যয় সৃষ্টি করে চলেছে। এবার ধরতীলোকে তৃষ্ণার ভূমিকায় তাকে বাড়তি ঝামেলা বাঁধাতে দেখা যাবে।
“দ্বৈত ভূমিকায় অভিনয়ের সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। দ্বৈত ভূমিকায় অভিনয় আমার জন্য এই প্রথম। একই সিরিয়ালে এমন ভিন্ন ভিন্নরূপে অভিনয়ের সুযোগ খুব কম অভিনয়শিল্পীই পেয়ে থাকে। আমার বহুমুখী অভিনয়ের ক্ষমতা উপস্থাপন করতে পারছি বলে আমি আনন্দিত,” দেবিনা বলেন।
“পৌলমির ভূমিকায় দর্শকরা আমাকে মুকুট আর গহনায় ঐতিহ্যবাহীরূপে দেখেছে এবার তৃষ্ণার ভূমিকায় আমাকে তারা আধুনিকাররূপে দেখতে পাবে। তৃষ্ণার ভূমিকায় আমার আত্মপ্রকাশ সিরিয়ালে নতুন নাটকীয়তার সূচনা করবে। আশা করি দর্শকদের এই ধারা ভালো লাগবে,” তিনি আরো বলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন