বিশ বছর পর উপস্থাপক খন্দকার ইসমাইল অভিনয় করলেন। ১৯৯৮ সালে বাংলাদেশ টেলিভিশনের ‘সময় বহিয়া যায়’ শিরোনামের একটি নাটকে তিনি সর্বশেষ অভিনয় করেছিলেন। এরপর উপস্থাপনায় মনোযোগী হন। নিজেকে একজন জনপ্রিয় উপস্থাপক হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। এই উপস্থাপক সম্প্রতি একটি নাটকে অভিনয় করেছেন। নাটকটির নাম ‘হৃদয়ের টান’। এতে তারসঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী ঈশানা। নাটকটি রচনা করেছেন মানসুরা নবী। পারিচালনা করেছেন নুরন্নবী রাসেল। খন্দকার ইসমাইল বলেন, উপস্থাপনায় ব্যস্ত হয়ে পড়ার কারণে দীর্ঘ সময় অভিনয় করতে পারিনি। অথচ আমার যাত্রা শুরু হয়েছে মঞ্চ থেকে। সিদ্ধান্ত নিয়েছি আমার অভিনয় সত্তাটাকে ফিরিয়ে আনতে এখন থেকে নিয়মিত অভিনয় করবো। উল্লেখ্য, খন্দকার ইসমাইল ১৯৯১ সালে ড. এনামুলহকের লেখা ‘শ্রাবনে বসন্ত ’নাটকে প্রথম অভিনয় করেন। পরবর্তিতে ‘দ্বীতিয় পরমায়ু , ‘অরণ্যে রোদন’ ও ‘সময় বহিয়া যায়’সহ বেশ কিছু নাটকে তাকে দেখা যায়। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘বহুরূপী’, ‘আড্ডা’ উপস্থাপনা করেন তিনি। এটিএন বাংলার ব্যায় বহুল ম্যাগাজিন অনুষ্ঠান ‘স্মাইল শো, ঈদের বাজনা বাজেরে’ এই দুটি ম্যাগাজিন তিনি নিয়মিত উপস্থাপনা করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন