মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

হজ প্যাকেজের পুরো টাকা দিয়েই নিবন্ধন করতে হবে -ধর্মমন্ত্রী

সরকারি হজযাত্রী নিবন্ধন কার্যক্রম উদ্বোধন

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সরকারী ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের আনুষ্ঠানিকভাবে নিবন্ধন শুরু করা হয়েছে। জাতীয় হজ ও ওমরাহ নীতিমালা এবং হজ প্যাকেজ ২০১৮ মন্ত্রিসভায় অনুমোদনের পর গতকাল বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান সরকারী ব্যবস্থাপনার প্রাক-নিবন্ধিত হজযাত্রী শাহ যাওয়াহেদ জাহান কবিরের হাতে নিবন্ধনকৃত ভাউচার তুলে দিয়ে নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করেন। প্রেস ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী বলেন, হজ প্যাকেজের পুরো টাকা জমা দিয়েই হজযাত্রীদের নিবন্ধন করতে হবে। যার টাকা আছে সেই হজে যাবেন। যিনি এবার পুরো টাকা একসাথে যোগার করতে পারবেন না তিনি আগামী বছর হজে যাবেন। ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রী পরিবহনে থার্ড ক্যারিয়ার চালুর সম্ভাবনা নেই। আগামী ১৪ জুলাই থেকে বিমানের প্রথম হজ ফ্লাইট শুরু হবে। বিকেল ৫টা পর্যন্ত ৭৬ জন সরকারী হজযাত্রী হজ প্যাকেজের পুরো টাকা জমা দিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। হজ অফিস থেকে আইটি ফার্ম বিজনেস অটোমেশন এতথ্য জানিয়েছে।
প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত ধর্ম সচিব মো: আনিছুর রহমানও বক্তব্য রাখেন। এতে আরো উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো হাফিজুর রহমান, যুগ্ন সচিব (হজ) মো: হাফিজ উদ্দিন, উপ-সচিব (হজ) মো: শরাফত জামান, সিনিয়র সহকারী সচিব (হজ) এম এম মনিরুজ্জামান, ধর্মমন্ত্রী’র এ পিএস শফিকুল ইসলাম শফিক, ধর্ম মন্ত্রণালয়ের নিযুক্ত আইটি ফার্ম বিজনেস অটোমেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হাসান মিতুল। ধর্ম সচিব আনিছুর রহমান বলেন, হজ নিয়ে অনিয়মের সাথে জড়িত হজ এজেন্সিগুলোকে এতো দিন শাস্তি দিলেও এবার যারা সুনামের সাথে হজের কার্যক্রম সম্পন্ন করছে সেসব হজ এজেন্সিকে পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বলেন, হজ এজেন্সি’র মধ্যে সবাই খারাপ নয়; এজেন্সিগুলোর মধ্যে অনেকেই আছে যারা খুব ভালো সার্ভিস দিচ্ছে। তাদের যাতে মূল্যায়ন হয় এবার সে ব্যবস্থা করা হচ্ছে। ভালো হজ এজেন্সিকে পুরস্কৃত করে সার্টিফিকেট ও প্রণোদনা দেয়া হবে। তবে প্রণোদনা টাকায় দেয়া হবে না। যে এজেন্সি ভালো সার্ভিস দিবে তাদেরকে হজ কোটা দশ শতাংশ বাড়িয়ে দেয়া হবে। ধর্মমন্ত্রী বলেন, ২০১৭ সালে হজে অংশ নেয়া ১৯৩টি অভিযুক্ত হজ এজেন্সি’র মধ্যে তদন্ত কমিটি’র সুপারিশের ভিত্তিতে ৬৪টি হজ এজেন্সি’র লাইসেন্স বাতিল, ১৭টির লাইসেন্স স্থগিত ও জরিমানা ৪৯টিকে জরিমানা, তিরস্কার ও সর্তক এবং ৫১টিকে অব্যাহতি দেয়া হয়েছে। চলতি বছর মক্কা-মদিনায় বেসরকারী হজযাত্রীদের বাড়ীর মান যাচাই করার জন্য পরিদর্শন টিমকে সউদী আরবে পাঠানো হবে। হজযাত্রীদের বাড়ী ভাড়া ও বিমানের টিকিট নিশ্চিত করেই হজ ভিসার ডিও দেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন