বতর্মানে মন্ত্রণালয়ে ধর্মমন্ত্রীর পদটি শূন্য। এ মন্ত্রণালয়ের দায়িত্ব কে পাচ্ছেন তা নিয়ে সরকারের অভ্যন্তরে চলছে নানা গুঞ্জন। এর মধ্যে ২ জনের নাম এসেছে। তারা হলেন- ঝালকাঠি-১ আসনের আ.লীগ মনোনিত এমপি বজলুল হক হারুন ও ময়মনসিংহ-৭ আসনের হাফেজ রুহুল আমিন মাদানী।
এ বিষয়ে ঝালকাঠি জেলা আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান, রাজাপুর উপজেলা আ.লীগ সভাপতি এড. এএইচএম খায়রুল আলম সরফরাজ, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা মহিলা ভাইস-চেয়্যারম্যান আফরোজা আক্তার লাইজু বলেন- বি এইচ হারুন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান, উচ্চশিক্ষিত, ধর্মীয় জ্ঞান সম্পন্ন, দক্ষ, যোগ্য, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও বারবার দলীয়ভাবে মনোনিত এমপি। তিনি ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দ্বায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরসঙ্গী হয়েছেন বহুবার, বর্তমানে বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপের চেয়ারম্যান, ঝালকাঠি জেলা আ.লীগের সহ-সভাপতির দায়িত্বসহ সবসময় দলীয় প্রধানের নির্দেশ অনুযায়ী কাজ করেছেন। কেন্দ্রের সকল অর্পিত দ্বায়িত্ব দলীয় স্বার্থে পালন করছেন।
আদর্শবান মানুষ হিসেবে সৌদি আরবসহ মুসলিম দেশগুলোর সাথে তার সুসম্পর্ক আছে। হজ্জ যাত্রীদের দুর্ভোগে তিনি এগিয়ে এসে হজ্জ যাত্রীদের সমস্যা সমাধান করেছেন।
তিনি সংসদে মডেল মসজিদের বিল ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান তহবিলের বিল উত্থাপন করে সকল ধর্মের প্রতি নিরপেক্ষতার পরিচয় দিয়েছেন। কওমি মাদরাসাকে স্বীকৃতি প্রদানেও তার ভূমিকা আলেম সমাজে দৃশ্যমান। আমাদের এমপি মহোদয়ের যে অভিজ্ঞতা, মেধা, সততা ইতোমধ্যে প্রমানিত হয়েছে। তিনি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে যথাযথভাবে পূর্ব অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন। আমরাসহ দক্ষিণাঞ্চলবাসী ধর্ম মন্ত্রী হিসেবে আলহাজ বজলুল হক হারুনকে দেখতে চাই।
এ বিষয় রাজাপুর যুবলীগ সভাপতি আসলাম হোসেন মৃধা, সাধারণ সম্পাদক মো. ফকরুল ইসলাম, রাজাপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-হাসান বাপ্পী মৃধাসহ রাজাপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল হাসান মাহমুদ বলেন- এমপি মহোদয় ত্যাগী ও জনবান্ধব নেতা। বর্তমান বৈশ্বিক মহামারী কোভিট-১৯ কর্মহীন দুঃস্থ শ্রমজীবী, মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও অসহায় দলীয় কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে নিজ অর্থায়নে রাজাপুর-কাঁঠালিয়া তার নির্বাচনী এলাকায় ৭ হাজারের অধিক পরিবারের মাঝে ত্রান ও ঈদ উপহার প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বি এইচ হারুন এমপিকে ধর্মমন্ত্রী হিসেবে দক্ষিণাঞ্চলবাসী দেখতে চাই। এটা আমাদের দীর্ঘদিনের প্রানের দাবি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন