রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বরুড়ার ৩ ইউপি নির্বাচন ২৯ মার্চ

| প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বরুড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার বরুড়া উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন চেয়ারম্যান পদে ১৬, সাধারণ সদস্য ১৩৪, সংরক্ষিত সদস্য পদে ২৬ জন প্রার্থী। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ২৯ মার্চ তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২০ বছর যাবত উপজেলা খোশবাস (দঃ), শিলমুড়ী (উঃ) ও শিলমুড়ী (দঃ) ইউনিয়নে সীমানা জটিলতার কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। চেয়ারম্যান প্রার্থীরা হলেন খোশবাস (দঃ) থেকে আ’লীগ মনোনীত আবদুর রব, বিএনপি মনোনীত মো. আবদুর রব, জাপা মনোনীত কেফায়েত উল্লাহ, স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভূঁইয়া ও মিজানুর রহমান, শিলমুড়ী (উঃ) থেকে আ’লীগ মনোনীত মো. আবু ইছহাক, বিএনপি মনোনীত মো. নুরুল হক, জাপা মনোনীত মো. দেলোয়ার হোসেন, স্বতন্ত্র মনোনীত রায়হানুল আমিন সোলায়মান, এনায়েত উল্লাহ খাঁন, মো. মজিবুর রহমান, শিলমুড়ী (দঃ) থেকে আ’লীগ মনোনীত মো. ফারুক হোসেন ভূঁইয়া, বিএনপি মনোনীত মো. শাহ আলম, জাপা মনোনীত মো. খোরশেদ আলম। ৫ মার্চ বাছাই, ১২ই মার্চ প্রত্যাহার, ১৩ মার্চ প্রার্থীদের প্রতীক বরাদ্ধ এবং ২৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন