শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পীরগঞ্জে গণপিটুনিতে ২ চোর নিহত : আহত ১

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা : রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারহাট নামক স্থানে গত রোববার দিনগত রাতে গরু চুরির প্রাক্কালে গ্রামবাসীর হাতে আটক তিন গরু চোরের মধ্যে গণপিটুনিতে দুইজন নিহত ও একজন আহত হয়েছে। পীরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) হারুন অর রশীদ জানান, সংঘবদ্ধ চোর গত রোববার রাতে একটি পিকআপ নিয়ে মাদারহাট এলাকার আইয়ুব আলীর গরু চুরি করতে যায়। এ সময় গ্রামবাসী টের পেয়ে তিন চোরকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই বগুড়া জেলার সোনাতলার কুমারক্ষেত গ্রামের রাজু (২৬) মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর অজ্ঞাত (৪০) আরো একজন মারা যায়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন জয়পুরহাটের আক্কেলপুরের ভাঙ্গুর গ্রামের হারুনের পুত্র নাজমুলকে (২৫) আটক দেখানো হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তে রংপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
ইদানীং উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপকহারে গরু চুরি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রামনাথপুর ইউনিয়নে গত এক বছরে তিন শতাধিক গরু চুরি হয়েছে। গত রোববার রাতেও উপজেলা সংলগ্ন মকিমপুর গ্রামের মৃত খেজের উদ্দিনের পুত্র শাহজাহানের দুটি হালের বলদ একটি গাভী একটি বকনা বাছুর চুরি হয়েছে। গত শনিবার রাতে পীরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন ওসমানপুর গ্রামের আবুল মিয়ার তিন লাখ টাকা মূল্যের চারটি বিদেশি গাভী ও নান্নু মিয়ার দেড় লাখ টাকা মূল্যের দুটি বিদেশি গাভী চুরি হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন