শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ছিপাতলী আলিয়ার ৪৫তম সালানা জলসা শুরু আজ

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : হাটহাজারীস্থ ছিপাতলী জামেয়া গাউসিয়া মুঈনীয়া আলিয়া মাদরাসার দুই দিনব্যাপী ৪৫ তম সালানা ও ওরছেকুল আজ (শুক্রবার) শুরু হচ্ছে। মাদরাসা ময়দানে মাদরাসার প্রতিষ্ঠাতা আল্লামা আজিজুল হক আলকাদেরীর সভাপতিত্বে সকালে প্রথম অধিবেশনে প্রধান অতিথি থাকবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সূফি মোহাম্মদ মিজানুর রহমান। বাদে জুমা বিকেলের অধিবেশনে প্রধান অতিথি থাকবেন ঢাকা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবুল ফাতাহ মুহাম্মদ মহিউদ্দিন।
আগামীকাল শনিবার বিকেল ২টায় প্রথম অধিবেশনে প্রধান অতিথি থাকবেন বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। বাদে মাগরিব দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। বিদেশি অতিথি থাকবেন দিল্লি মাহবুবে এলাহি নেজামুদ্দিন আউলিয়া দরবারের সাজ্জাদানশীন শাহসূফি মাওলানা সৈয়দ আফজাল নেজামী। সালানা জলসায় অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আহসান সাইয়েদ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম জাকের হোসাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এস এম মনিরুজ্জামান, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী, পীরে তরিকত আল্লামা সৈয়দ নুরুল মুনাওয়ার, আল্লামা আবু সুফিয়ান আবেদী আল কাদেরী। জলসার সার্বিক তত্তাবধানে থাকবেন ছিপাতলী আলিয়া মাদরাসার অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন