রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা: রাউজানে ভয়াবহ আগুনে ৭ বসতঘর পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৪০ লক্ষটাকা। শুক্রবার রাত ১টায় দিকে রাউজান পৌর এলাকার ৫নং ওয়ার্ডের হেদায়ত আলী মুন্সির বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে। বৈদ্যুতি শর্ট হতে সূত্রপাত হওয়া আগুনে মোতালেব,রফিক,জাহাঙ্গীর আলম, টিপু সুলতান, দিদারুল আলম, জানে আলম, নুরুল আলমের কাচা বসতঘর পুড়ে ছাই হয়েযায়। ক্ষতিগ্রস্ত টিপু সুলতান কান্না জড়িত কন্ঠে বলেন, ‘আমার নগদ ৫১ হাজার টাকা সহ স্বর্ণালংকার পুড়ে ছাই হয়ে গেছে। কি করব মাথায় বুঝে আসছেনা’। সরুপথ হওয়ায় ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হয়।এ কারনে ক্ষতির পরিমান বেড়ে যায়। অন্যদিকে মগদাই এলাকায় মো. মমতাজুর রহমানের গরু-মহিষের খামারে ফার্মে আগুন লেগে ৪টি মহিষের বাচ্চা দগ্ধ হয়। এতে ৬ লক্ষ টাকা ক্ষতি সাধিত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন