শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সিনেমা হলে দেখানো হবে আসন্ন বিশ্বকাপ ফুটবল!

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ৮:১৯ পিএম, ২১ মার্চ, ২০১৮

ভাল মানের সিনেমার অভাবে সিনেমা হলগুলো চরম ব্যবসায়িক মন্দার কবলে পড়েছে। নতুন সিনেমা মুক্তি পেলেও তা দেখতে দর্শক আসেন না বললেই চলে। এমনও দেখা যায়, নতুন সিনেমা দেখতে এক-দুজন হলে ঢুকেছেন। আবার দর্শকের অভাবে সিনেমার শো-ও বন্ধ রাখতে হয়। দিনের পর দিন এ অবস্থা চলতে থাকায় সিনেমা হল মালিকরা ব্যবসায়িকভাবে লোকসানের মুখোমুখি হচ্ছেন। ইতোমধ্যে অসংখ্য সিনেমা হল বন্ধ হয়ে গেছে। মালিকরা হলের জায়গায় বড় বড় শপিং কমপ্লেক্স গড়ে তুলেছেন। যেসব সিনেমা হল টিকে আছে, সেগুলো লোকসান দিয়েও টিকে থাকার চেষ্টা করছে। কোনো কোনো সিনেমা হল এখন বিকল্প পন্থা অবলম্বন করছে। তারা এখন দর্শকদের বড় পর্দায় সরাসরি ক্রিকেট খেলা দেখার ব্যবস্থা করছে। টিকেটের বিনিময়ে এ ব্যবস্থা করা হচ্ছে। সম্প্রতি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাস কাপে বাংলাদেশ-ভারত ফাইনাল খেলা দেখায় রাজধানীর ঐতিহ্যবাহী জোনাকী সিনেমা হল। টিকেটের বিনিময়ে এ খেলা দেখিয়ে তারা ভাল সারা পেয়েছেন। হল কর্তৃপক্ষ জানায় প্রায় ৯ শতাধিক দর্শক টিকিট কেটে খেলা দেখেছেন। যেখানে ডিসি আসনের দাম ছিলো ৭০ টাকা আর রিয়েল ৬০ টাকা। হল মালিক বলছেন, যেখানে চার দিন সিনেমা চালিয়েও এক হাজার দর্শক হয় না, সেখানে চার ঘন্টার টি-টুয়েন্টি ক্রিকেট দেখিয়ে হাজার দর্শক পাওয়া যায়। ফলে জোনাকী হল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে আসছে বিশ্বকাপ ফুটবলের প্রতিটি খেলা প্রদর্শন করবে। তাদের বিশ্বাস, বিশ্বকাপের খেলা দেখিয়ে তারা ভাল ব্যবসা করতে পারবে। পাশাপাশি আইপিএল, বিপিএলের খেলা প্রদর্শনেরও চিন্তা রয়েছে তাদের। এজন্য হল সংস্কারও করা হবে।
ছবিঃ জোনাকী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন