বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পঞ্চগড়ে মাদক ও বাল্যবিয়ে রোধে মতবিনিময়সভা

পঞ্চগড় জেলা সংবদাদাতা | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

পঞ্চগড়ের মাড়েয়া বামনহাট ইউনিয়নে ফুটকীবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে গত বুধবার সন্ধ্যায় আইনশৃঙ্খলা, মাদক, বাল্যবিয়ে ও যৌতুক বিষয়ে সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
মাড়েয়া বামনহাট ইউনিয়ন (ইউপি) পরিষদের আয়োজনে ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আবু আনছার মো. রেজাউল করিম শামীম চেয়ারম্যান অত্র ইউনিয়ন পরিষদ।
এতে বক্তব্য রাখেন বোদা থানার অফিসার ইনচার্জ এ কে এম নুরুল ইসলাম, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক বাবু নব কুমার, বীর মুক্তিযোদ্ধা মো. নাজিম উদ্দীন প্রধান, ইউপি সদস্য মো. আমজাদ হোসেন, মো. মনসুর আলী, বাবু অদশি চন্দ্র বর্মন, মো. কামরুজ্জামান বাদল, অন্ন প্রসাদ, বাবু অখিল চন্দ্র র্বমন, মো. লুৎফর রহমান, খাদেমুল ইসলাম ও পঞ্চগড়ের সিনিয়র সাংবাদিক মো. কামরুল ইসলাম কামু প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু আনছার মো. রেজাউল করিম শামীম চেয়ারম্যান মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ। সভায় বক্তারা অনতি বিলম্বে স্থানীয় মাদক ব্যবসয়ীও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলনসহ সচেতন হওয়ার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন