ডিভোর্সের আগে শাকিব ও অপু বিশ্বাসের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ থাকলেও, ডিভোর্সের পরপরই তাদের দেখা-সাক্ষাৎ হয়েছে। এ নিয়ে চলচ্চিত্রাঙ্গণে বেশ আলোচনা শুরু হয়। তাদের এই দেখা-সাক্ষাৎ হওয়াকে শাকিব স্বাভাবিকভাবেই নিয়েছেন। কলকাতার একটি পত্রিকার সাক্ষাৎকারে বলেছেন, ছেলের জন্য হলেও আমাদের দেখা হয়েই যায়। সমপর্ক থাক আর না থাক, অপু বিশ্বাস আব্রামের মা আর আমি ওর বাবা। এটা অস্বীকার করার উপায় নেই। আর অপু ও আমার মধ্যে স্বাভাবিক সম্পর্ক রয়েছে। সমপ্রতি কলকাতায় অপু ও জয়ের সঙ্গে দেখা করেন শাকিব। এ নিয়ে তিনি বলেন, অপু ও জয় শিলিগুঁড়ি যাচ্ছিল একটা মানত পূরণ করতে। যাওয়ার পথে আমিই বললাম দেখা করে যেতে। অনেক দিন দেখিনি ছেলেকে, তাই দেখতে ইচ্ছে করেছে। ছেলেকে মিস করেন কিনা এমন প্রশ্নের জবাবে শাকিব বলেন, মিস তো করিই। ভীষণ মিস করি। কিন্তু কী করব। কাজ তো করতেই হবে। উল্লেখ্য, সমপ্রতি কলকাতায় ভাইজান সিনেমার পোস্টারের ছবি তোলার সময় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে হাজির হন অপু বিশ্বাস। সেখানেই তাদের দেখা হয়। কলকাতার সাংবাদিক প্রশ্ন করেন, কলকাতা কেমন লাগছে? এমন প্রশ্নের জবাবে শাকিব বলেন, আমার তো কখনো আলাদা মনেই হয় না। মহিষাদলে যখন শুট করতে গেলাম, ওখানেও তো অনেক রাজবাড়ি আছে, তখনই আমার সঙ্গের লোকেদের বলেছিলাম যে, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো পার্থক্য ধরা পড়ে না আমার চোখে। দুই দেশ তো একই ছিল-সাংবাদিকের এমন মন্তব্যের জবাবে শাকিব বলেন, সবই তো এক। ভাষা এক, কৃষ্টি-কালচার এক, ওখানেও পয়লা বৈশাখ হয়, এখানেও হয়।
ছবিঃ শাকিব-অপু।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন