শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মিথিলা’র উপস্থাপনায় শিশুদের অনুষ্ঠান

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

রেডিও স্বাধীন ৯২.৪ এফএম-এ শিশুর প্রারম্ভিক বিকাশ বিষয়ক বিশেষ অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেছেন মডেল-অভিনেত্রী মিথিলা। অনুষ্ঠানটির নাম ‘বেড়ে ওঠার গল্প’। এতে মিথিলার নিমন্ত্রনে বিশেষ বিশেষ অতিথিও উপস্থিত থাকবেন যারা সরাসরি মিথিলার সঙ্গে এই বিষয়ে আলোচনায় অংশ নেবার পাশাপাশি লাইভে অংশগ্রহণকারীদের নানান প্রশ্নেরও জবাব দিবেন। মিথিলা বলেন, ‘যেহেতু আমি একটি প্রতিষ্ঠানে শিশুদের বিষয়েই কাজ করি, তাই আমার অনেক দিনের ইচ্ছা ছিল এ ধরনের একটি অনুষ্ঠান করা। আমার কর্মক্ষেত্র ব্র্যাক এবং রেডিও স্বাধীনের সহযোগিতায় এই অনুষ্ঠানটি করার মধ্যদিয়ে আমার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। আশা করি, শ্রোতারা অনুষ্ঠানটি মনোযোগ দিয়ে শুনবেন। বিশেষ করে যারা সন্তানের বাবা-মা তাদের জন্য এই অনুষ্ঠানটি একটি উপকারী একটি অনুষ্ঠান হিসেবে বিবেচ্য হবে।’ মিথিলা জানান, সপ্তাহের প্রতি বুধবার সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্ত অনুষ্ঠানটি প্রচার হয়। মিথিলা বর্তমানে ‘ব্র্যাক ইন্টারন্যাশনাল’র হেড অব আর্লি চাইল্ড ডেভেলপম্যান্ট হিসেবে কাজ করছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন