বিনোদন ডেস্ক: উপস্থাপনায় সাত বছর পার করছেন উপস্থাপিকা দিলরুবা সাথী। উপস্থাপক হিসেবে তার শুরুটা হয়েছিল বাংলাদেশ টেলিভিশনে নাচের অনুষ্ঠানে। তারপর বিটিভিসহ বেশ কয়েকটি স্যাটেলাইট চ্যানেলে নাচ, উপস্থাপনা এবং অভিনয় নিয়ে ব্যস্ত থাকেন তিনি। চ্যানেল আইতে সাথী ২০১১ সাল থেকে নিয়মিতভাবে উপস্থাপনা করে আসছেন। শুরু থেকেই তিনি ‘তারকা কথন’, ‘গানে গানে সকাল শুরু’, ‘গানের উৎসব’ অনুষ্ঠানের উপস্থাপনা করেন। এছাড়া বিশেষ বিশেষ দিনগুলোতেও বিশেষ বিশেষ অনুষ্ঠানের উপস্থাপনা করেন। একই চ্যানেলে বিগত পাঁচ বছরে দিলরুবা সাথীর উপস্থাপনায় অনুষ্ঠানগুলোও গ্রহণযোগ্যতায় পায় দর্শকের কাছে। সাথী সবসময়ই চেষ্টা করেন খুব সহজ, সাবলীলভাবে উপস্থাপনা করতে। কাজের ধারাবাহিকতায় সাথী উপস্থাপনায় সাতটি বছর পার করছেন। দিলরুরা সাথী অভিনীত প্রথম নাটকটি নির্মাণ করেন মাসুদ চৌধুরী। তবে তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হচ্ছে ‘হৈমন্তী’। এটি নির্মাণ করেছিলেন আউয়াল চৌধুরী। নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করে সাথী বেশ প্রশংসিত হয়েছিলেন। সর্বশেষ তিনি রেজানুর রহমানের নির্দেশনায় ‘সাইরেন’ নাটকে অভিনয় করেন গত বছর। তবে অভিনয়ের চেয়ে উপস্থাপনাতেই সাথী স্বাচ্ছন্দ্যবোধ করেন। সাথী বলেন, ‘আমি নিজেকে এখনো উপস্থাপক বলতে স্বাচ্ছন্দ্যবোধ করিনা। কারণ আমি এখনো উপস্থাপনা শিখছি। অনেকেই বলেন আপনি আমার প্রিয় উপস্থাপক। কিন্তু বিষয়টি মনে মনে আমাকে বিব্রত করে। তখন ভাবি , সত্যিই কী আমি ভালো উপস্থাপনা করি! তবে অর্জনের বিষয় এই যে, কিছু দর্শকের তো আমার উপস্থাপনা ভালোলাগে। কিছু মানুষতো হাসি মুখে অন্তত কাছে এসে কথা বলে উপস্থাপনারই কারণে। আমি সত্যিই গর্বিত একজন উপস্থাপক হিসেবে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন