শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

প্রথমবারের মতো উপস্থাপনায় সঙ্গীতশিল্পী ইমরান

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

দেশের অনেক সঙ্গীতশিল্পীই গানের অনুষ্ঠান উপস্থাপনা করেন। রেডিতে শিল্পীর নামেই লাইভ শো এখন প্রচলন হয়ে গেছে। আইয়ুব বাচ্চু, মিনার, পড়শী এমন অনেকেই উপস্থাপনা করছেন। এবার উপস্থাপক হিসেবে এ তালিকায় নাম লেখালেন ইমরান মাহমুদুল। তার শুরুটা হচ্ছে একটি রেডিও শো দিয়ে। ইমরান জানান, রেডিও টুডেতে সাপ্তাহিক একটি শো নিয়ে হাজির হবেন তিনি। ৪ মে থেকে শুরু হতে যাওয়া এই অনুষ্ঠানের নাম ইমরানস লাইভ। প্রতি শুক্রবার রাত ১১টা থেকে সরাসরি প্রচার হবে অনুষ্ঠানটি। একই অনুষ্ঠান একই সময়ে দেখা যাবে ফেসবুক লাইভেও। তিনি বলেন, এটাই আমার ক্যারিয়ারের প্রথম উপস্থাপনা বা সঞ্চালনা। এর আগে টিভি-রেডিও কোথাও আমি এই দায়িত্ব পালন করিনি। ফেসবুকেও সচরাচর লাইভে আসা হয় না আমার। ফলে এবারের অনুষ্ঠানটি আমার ও আমার শ্রোতা-ভক্তদের জন্য কাক্সিক্ষত একটি বিষয় হবে। অনুষ্ঠানে শুধু গান আর আড্ডাই থাকছে না, মিট উইথ ইমরান নামের একটি সেগমেন্টও থাকবে। যেখানে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হওয়া কুইজে অংশ নিয়ে বিজয়ী শ্রোতা পাবেন ইমরানের সঙ্গে সরাসরি অনএয়ারে আড্ডা দেয়ার সুযোগ। অনুষ্ঠানটির সার্বিক তত্তাবধানে থাকছেন রেডিও টুডের প্রধান প্রযোজক ফখরুল হক শাওন। সমপ্রতি রেডিও টুডে কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি হয় ইমরানের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন