করণ কুন্দ্র’র ভক্তরা নিশ্চয়ই আশাহত হবেন কারণ এমটিভির রিয়েলিটি শো ‘রোডিজ’-এর সঙ্গে এবার তিনি থাকছেন না। ভারতীয় টিভির সবচেয়ে দীর্ঘদিন চলা অ্যাডভেঞ্চার শোটির এবারের মৌসুম ‘রোডিজ রাইজিং’ উপস্থাপনায় করণের স্থলাভিষিক্ত হচ্ছেন নিখিল চিনাপ্পা।
করণ ইনস্টাগ্রামের এক পোস্টে তার ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করে প্রতিশ্রুতি দিয়েছেন ভবিষ্যতে তিনি আবার অনুষ্ঠানটিতে আসবেন।
তিনি পোস্টে লিখেছেন : “আপনারা আমার শক্তি আর অনুপ্রেরণা। ভীষণ দুঃখিত যে এতে থাকতে পারছি না। গত রাতে শুটিংয়ে অংশ নেবার পর আমি নিখিল চিনাপ্পার কাছে আমার দলকে বুঝিয়ে দিচ্ছি। আমার দল ভাল হাতে থাকবে বলে আমি আনন্দিত। যারা আমাকে ‘রোডিজ রাইজিং’-এ দেখতে চেয়েছিলেন তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমাকে লন্ডন যেতে হচ্ছে আরও বড় কিছু করার জন্য। আর প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের নিরাশ করব না।”
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন