মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ওসমানীনগরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

সিলেটের ওসমানীনগরে ‘উমরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলাপমেন্ট অর্গানাইজেশন ইউ.কে’ এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার উমরপুর ইউনয়নের সহস্রাধিক গরীব-অসহায়দের মধ্যে এই সেবা প্রদান করা হয়। মাটিয়াখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত মেডিকেল ক্যাম্পে সিলেট নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসাপাতালের বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে গঠিত একটি একটি মেডিকেল টিম দিন ব্যাপী এই সেবা প্রদান করে। এতে রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধও প্রদান করা হয়।
দুপুরে বিদ্যালয় মাঠে এউপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের পুলিশ সুপার মনিরুজ্জামান। সংগঠনের সভাপতি মোঃ জিলু মিয়ার সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ সারজন খানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাবেক সাধারণ সম্পাদক আবদাল মিয়া, প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি বদরুল ইসলাম, স্থানীয় চেয়ারম্যান গোলাম কিবরিয়া, প্রবাসী সংগঠনের হারুনুর রশিদ চৌধুরী, বাবুল খান, জমির হোসেন, কলেজ অধ্যক্ষ মাহমুদ আলী, আ’লীগ নেতা সায়মন আলী, ফেরদৌছ খান প্রমূখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন