মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শ্রীপুরে লাখ টাকা ফিরিয়ে দিলেন রিকশাচালক

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

গাজীপুরের শ্রীপুরে এক রিক্সাচালকের সততায় এক লাখ টাকা ফিরে পেয়েছে মান্নান শিকদার নামের এক ব্যক্তি। গত বৃহস্পতিবার রাতে পুলিশের মাধ্যমে তিনি এ টাকা ফিরে পান। সততার দৃষ্টান্ত স্থাপনকারী রিক্সা চালক ফিরুজ মিয়া নেত্রকোনা জেলার কলমাকান্দা গ্রামের মইপুকুরিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে। তিনি শ্রীপুর পৌর এলাকার কেওয়া গ্রামের আব্দুল গফুর বাড়িতে ভাড়া থেকে কেওয়া-মাওনা সড়কে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে। রিক্সাচালক ফিরুজ মিয়া জানান, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মাওনা চৌরাস্তার শ্রীপুর রোডের মায়ের দোয়া টাইলস নামের এক দোকানের সামনের সড়কে এক লাখ টাকা কুড়িয়ে পান। পরে উক্ত টাকা তিনি ঐ দোকানের মালিক মজিবর রহমানের নিকট তুলে দেন। টাকার মালিক বৈরাগীরচালা গ্রামের মান্নান শিকদার জানান, গতকাল সকালে তাঁর ভাতিজা মারফত টাকা জমা দেয়ার উদ্দেশ্যে ব্যাংকে পাঠালে তাঁর পকেট থেকে এক লাখ টাকা হারিয়ে যায়। পরে তিনি থানায় যোগাযোগ করেন। রাতে তাঁর টাকার সন্ধান পাওয়া যায়। এসময় রিক্সাচালকের সততার জন্য তিনি তাকে খুশি হয়ে পনের হাজার টাকা উপহার দেন। শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হেলাল মিয়া জানান, রিক্সাচালক ফিরুজ মিয়ার সততা সকলের জন্য একটা শিক্ষা। সমাজের প্রত্যেকে এমন মানষিকতা নিয়ে চললে অপরাধ অনেকাংশে কমে আসবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন