শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

রাউজান অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মাননা

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

রাউজান নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তি উৎসবের ১ম বর্ষপূর্তি,ভবন উদ্বোধন ও সম্মামনা প্রদান অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার সকাল হতে সন্ধ্যা পর্যন্ত অনুষ্টিত প্রানবন্ত আয়োজনে সভাপতিত্ব করেন স্কুল প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ সরোয়ার্দী সিকদার। প্রাক্তন ছাত্র পরিষদের সাধারন সম্পাদক মুহাম্মদ মোসলেম উদ্দিন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এহেছানুল হায়দার চৌধুরী বাবুল,ব্যাংকার আলহাজ্ব ফরিদুল আলম চৌধুরী,অধ্যক্ষ লিলি বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা ব্যাংকের ম্যানেজার অনুষ্টানের আহবায়ক কাজী জসিম উদ্দিন। ফজলে করিম বলেন, মেধা বিকাশে এ ধরনের আয়োজন যথাযত। অনুষ্টান দেখে আমারো ভাল লাগলো। এতে আলোচনা সভা,সম্মামনা প্রদান,অসহায় শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা,মধ্যাহ্ন ভোজ, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে স্মৃতিচারণ, রেফেল ড্র,ও সাংস্কৃতিক অনুষ্টান সহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর